মস্তিজাদে মুক্তির আগে চাপ কাটিয়ে মস্তিতেই সানি

এই শুক্রবার অর্থাত্ ২৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে সানি নিলওনের ফিল্ম মস্তিজাদে। এই ফিল্ম রিলিজের আগে বেশ খানিকটা চাপেই পড়ে গিয়েছিলেন কানাডায় জন্মানো এই ৩৪ বছরের পর্নস্টার। কারণ, দু’দিন আগেই একটি সংবাদ সংস্থা তাঁর সাক্ষাত্কার নেয়।
ওই সাক্ষাত্কারে সানিকে অনেক নেগেটিভ প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেহেতু তিনি একজন পর্নস্টার, তাই সেই প্রসঙ্গও আসে। যদিও সেইসব বাউন্সার দিব্যি সামলে দিয়েছেন সুন্দরী সানি।
তাই মস্তিজাদে রিলিজের আগে সানি বলছেন, ”বলিউড আমাকে যে পরিমাণ সমর্থন করেছে, তা কোনওদিন ভুলতে পারব না। আমি কখনও এই দেশ কিংবা বলিউডের থেকে এত কিছু আশা করিইনি।
কিন্তু এখন মাঝেমাঝে অবাক হয়ে ভাবি, কী সব ঘটছে আমার সঙ্গে! তবে, যাই ঘটুক, ভালোই লাগছে।’ বোঝাই যাচ্ছে, নেগেটিভ প্রশ্নগুলো সামলে নেওয়ার পর বেশ ফুর্তিতেই আছেন সানি। ছায়া সরে গিয়ে তাঁর মুখে এখন আবার ঝলমলে উষ্ণতার হাসি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন