মহাকাশের আবর্জনা পরিষ্কার করতে কক্ষপথে স্পেস স্ক্যাভেঞ্জার
মহাকাশের নোংরা আবর্জনা সরাতে “স্পেস স্ক্যাভেঞ্জার” পাঠাল জাপান। গবেষকরা জানাচ্ছেন, প্রায় পাঁচ লাখ ছোটোখাটো জিনিস (নোংরা আবর্জনা) পৃথিবীর চারদিকে ঘুরছে।
আরও দশ বিশ লাখ ছোটো টুকরো ঘুরছে যার সাইজ় আরও ছোটো। এগুলোকে স্পেস জাঙ্ক (space junk) বলে।
মহাকাশ গবেষণায় একের পর এক রকেট পাঠানো হচ্ছে। এক একটি রকেটে থাকে দুটো বা তিনটে করে ভাগ। নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে একাধিক জ্বালানি ট্যাঙ্ক শেষ হয়। সেগুলো সঙ্গে রাখার কোনও মানেই হয় না। তাই ফেলে দেওয়া হয় মহাকাশেই। এছাড়াও রয়েছে মানুষের ব্যবহৃত জিনিস, মল-মূত্রের মতো বর্জ্য পদার্থ। সবই ঘুরপাক খাচ্ছে মহাকাশে। পৃথিবীর চারপাশে। যেহেতু কক্ষপথে ঘুরছে…সেহেতু ঘুরবেই…ঘুরতেই থাকবে। তাই এর ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা না করলে আদি অনন্তকাল ধরে ঘুরতেই থাকবে, চলতেই থাকবে মানুষের ফেলে আসা নোংরা আবর্জনা।
এদিকে দিনের পর দিন এইসব “স্পেস জাঙ্ক” জমা হয়ে তা মহাশূন্যে বড়সড় সংঘর্ষের সম্ভাবনা বাড়াচ্ছে। তাই অনেকদিন ধরেই এইসব আবর্জনা কী করে সরানো যায় তার উপায় খুঁজছিল স্পেস এজেন্সিগুলো। মহাকাশের আবর্জনা সরাতে গতকাল পরীক্ষামূলকভাবে “স্পেস স্ক্যাভেঞ্জার” Kounotori 6 (HTV-6)-কে কক্ষপথে বসিয়েছে জাপান। এই “স্পেস স্ক্যাভেঞ্জার” নাকি একটা বিশাল ইলেকট্রোডায়নামিক টিদার (EDT) তৈরি করবে স্টেইনলেস ও অ্যালুমিনিয়ামের সাহায্যে।
টিদারিংয়ের সাহায্যে স্পিড কমিয়ে নেবে এই আবর্জনা। ফলে একটা সময় ধ্বংস হয়ে যাবে আবর্জনার স্তূপগুলি (space junk)। – ইনাডুবাংলা
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন