রবিবার, নভেম্বর ৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মহাকাশে রহস্যময় শব্দ- জানালেন চৈনিক মহাকাশচারী

এক চৈনিক মহাকাশচারী জানান, তিনি মহাকাশযানে থাকা অবস্থায় অদ্ভুত এক ঠক ঠক আওয়াজ শুনতে পান। এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি এটি কীসের শব্দ ছিলো ।

এই ঘটনা জানান চীনের প্রথম মহাকাশচারী ইয়াং লিওয়েই। ২০০৩ সালের ১৬ অক্টোবর তিনি চীনের প্রথম মহাকাশচারী হিসেবে শেনঝু ৫ মহাকাশযানে করে উড্ডয়ন করেন। তাকে টাইকোনট বলে ডাকা হয়। সম্প্রতি চায়না ন্যাশনাল টেলিভিশনে কথা বলার সময় তার সেই প্রথম ২১-ঘন্টার মিশনের এই ঘটনার কথা জানান। তিনি বলেন, মাঝে মাঝেই এই ঠক ঠক শব্দ শোনা যাচ্ছিল।

“শব্দটা মহাকাশযানের ভেতর-বাহির কোনো দিক থেকেই আসছিল না। কিন্তু মনে হচ্ছিল কেউ মহাকাশযানের গায়ে বাড়ি দিচ্ছে, যেমনটা শোনা যায় লোহার বালতিতে কাঠের হাতুড়ি দিয়ে পেটালে।” বলেন তিনি।

এই শব্দ শুনে তিনি নার্ভাস হয়ে যান এবং একটি পোর্টহোল দিয়ে বাইরে তাকান। কিন্তু বাইরে তেমন কিছুই ছিলো না। বিস্ময়কর ব্যাপার হলো, একই ধরণের শব্দ ২০০৫ সালের শেনঝু ৬ এবং ২০০৮ সালের শেনঝু ৭ মহাকাশযানে থাকা চৈনিক মহাকাশচারীরাও শুনেছিলেন।

কী ছিল এই শব্দ? বেশ কিছু সম্ভাবনা আছে। হয়তো মহাকাশে ভাসতে থাকা আবর্জনা বা স্পেস ডেব্রিস মহাকাশযানের গায়ে আছড়ে পড়ার কারণে এই শব্দ হয়। তবে এর সম্ভাবনা কমই। মহাকাশের কম তাপমাত্রায় মহাকাশযানের শরীর প্রসারিত ও সংকুচিত হবার কারণেও এমন শব্দ তৈরি হতে পারে।

মহাকাশযানে রহস্যময় শব্দ শোনার ঘটনা এই প্রথম নয়। অ্যাপোলো ১০ এর মহাকাশচারীরা ১৯৬৯ এর মে মাসে চাঁদ প্রদক্ষিণ করে আসার সময়ে অদ্ভুত এক শিষ দেবার মত শব্দ শুনতে পান। সম্ভবত তা কোনো রেডিও ইন্টারফিয়ারেন্স ছিল।

অনেকেই ভাবতে পারেন কোনো এলিয়েন আমাদের সাথে সংযোগ স্থাপনের জন্য মহাকাশযানে নক করছিলো। তবে এর আরও সম্ভাব্য কোন ব্যাখ্যা আছে নিশ্চয়ই। শুধুমাত্র চাইনিজ মহাকাশচারীরা এটা শুনেছেন, ফলে এটাও হতে পারে যে তাদের মহাকাশযানের গঠনের কোনো বিশেষত্বের কারণে এমনটা হয়ে থাকে। তবে এসব মহাকাশযান সফলভাবে নিজেদের মিশন শেষ করে, তাই ধরে নেওয়া যায় এটা খুব একটা বড় কোনো সমস্যা নয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!