মহানবীর রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করেছেন।
সোমবার রাতে প্রধানমন্ত্রী মসজিদে নববীতে এশার নামাজ ও তারাবি আদায়ের পর মহানবীর (স.) কবর জিয়ারতে যান।
রওজা শরীফে প্রবেশ করে তিনি দুই রাকাত নফল নামাজ আদায়ের পর জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন।
সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে শুক্রবার জেদ্দায় পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওই রাতেই তিনি মক্কায় ওমরাহ পালন করেন।
রোববার শেখ হাসিনা ও সৌদি বাদশাহর মধ্যে দ্বি-পক্ষীয় বৈঠক হয়।
সোমবার জেদ্দা থেকে মদিনায় আসেন শেখ হাসিনা। মদিনায় তিনি অবস্থান করেন মসজিদে নববীর কাছে হোটেল মদিনা হিলটনে।
শেখ হাসিনা জোহর, আসর ও মাগরিবের নামাজ মসজিদে নববীতে আদায় করেন এবং এবারের রোজার প্রথম ইফতার সেখানেই করেন।
ইফতারের আগে সৌদি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে রয়েছেন ছোট বোন শেখ রেহানা ও কয়েকজন আত্মীয়। পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রেস সচিব ইহসানুল করিম, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনসহ অন্যান্য কর্মকর্তারা রয়েছেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে।
এছাড়া বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদসহ ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
আজ মঙ্গলবার সকালে মদিনা থেকে রওনা হয়ে সন্ধ্যায় ঢাকা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন