মহাসচিব হয়ে নিজ জেলায় যাচ্ছেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব হওয়ার পর এই প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে ঢাকা থেকে বিমানযোগে ঠাকুরগাঁও যাবেন তিনি। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিএনপির মহাসচিব হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রথম নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হবে। বিএনপির নতুন এ মহাসচিব পরদিন দিনাজপুর হয়ে ঢাকা ফিরবেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে মির্জা ফখরুলের ‘ভারমুক্ত’ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তা হয়নি। তবে কাউন্সিলে ‘মহাসচিবসহ কমিটি গঠনের সর্বময় ক্ষমতা’ দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার ওপর ন্যস্ত করেন কাউন্সিলররা। ওই ক্ষমতাবলে তিনি মির্জা ফখরুলকে দলের পূর্ণাঙ্গ মহাসচিব ঘোষণা করেন।
বিএনপির ষষ্ঠ মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর একই বছরের ২০ মার্চ তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ‘ভারপ্রাপ্ত’ মহাসচিব করা হয় । ভারপ্রাপ্ত হিসেবে টানা ৫ বছর দায়িত্ব পালন শেষে গত ৩০ মার্চ দলের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব পান মির্জা ফখরুল ইসলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন