মহাসড়কের পাশে নবজাতকের কান্না

কুষ্টিয়া সদরের বিসিক শিল্পনগরী এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল সাড়ে আটটার দিকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়াহয়েছে। নবজাতককে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
জানা যায়, লাভলু নামে এক ব্যক্তি ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। তাঁর ভাষ্য, ঘটনাস্থলে মহাসড়কের পাশে তাঁর একটি দোকান আছে। সকালে তিনি তাঁর দোকানের পেছনের দিকে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয় নৈশপ্রহরী রেজাউল ও আনোয়ারা বেগম নামে এক নারীর সহায়তায় শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র জানায়, সকাল নয়টার দিকে শিশুবিশেষজ্ঞ আইয়ুব আলী ওই নবজাতকের চিকিৎসা শুরু করেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজের শিশুবিশেষজ্ঞ এ বি সিদ্দিকী পরীক্ষা করে নবজাতককে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তাঁকে অক্সিজেন দিয়ে রাখতে বলেন ওই চিকিৎসক।
এই সংক্রান্ত আরো সংবাদ

ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন

১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন