মহিলা আঃলীগের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
মহিলা আওয়ামী লীগের পঞ্চম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে এগারোটার কিছু আগে রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের সম্মেলনস্থলে যোগ দেন তিনি। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।
এর আগে সকাল ১০টায় সম্মেলন শুরু হয়। সম্মেলনে সংগঠনটির শত শত নেতাকর্মী যোগ দেয়।
১৪ বছর পর মহিলা আওয়ামী লীগের এই সম্মেলন উপলক্ষে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে সহযোগী সংগঠনগুলোকে আধুনিক ও স্মার্ট করে গড়ে তোলার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় সহযোগী সংগঠনগুলোর সম্মেলন হচ্ছে। সে মোতাবেক শনিবার মহিলা আওয়ামী লীগের সম্মেলন এবং ১১ মার্চ যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে মহিলা আওয়ামী লীগ। তাই তাদের বাইরে রেখে আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা ঠিক হবে না। আর সেজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সংগঠনগুলোর ওপর গুরুত্বারোপ করার নির্দেশ দিয়েছেন।
নেতৃত্ব নির্বাচন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, মহিলা আওয়ামী লীগের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীণ-প্রবীনের সমন্বয়ে যেমন এ সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হবে তেমনি আগামী জাতীয় নির্বাচনকেও গুরুত্ব দেয়া হবে।
এ বিষয়ে তিনি আরো বলেন, এ সম্মেলনে আধুনিক, সৎ, শিক্ষিত এবং দীর্ঘদিন ধরে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকেই নেতৃত্বে আনা হবে।
মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ সম্মেলন সম্পর্কে বলেন, সম্মেলনকে সফল করতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের নিয়ে ২৭ সদস্য বিশিষ্ট জাতীয় সম্মেলন প্রস্তুতি গঠন করা হয়েছে। এছাড়াও সম্মেলনকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ১০টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
এর আগে ২০০৩ সালের ১২ জুলাই মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আশরাফুন্নেসা মোশাররফ সভাপতি ও পিনু খান সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন