মহুয়া সুন্দরীর সেটে ঘুমিয়ে পড়েছিলাম : পরীমনি
শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে লোকজ গল্পনির্ভর চলচ্চিত্র মহুয়া সুন্দরী। ছবিটির কেন্দ্রীয় চরিত্রের অভিনয় করেছেন পরীমনি। পরিচলানা করেছেন রওশন আরা নীপা। প্রথম দিন সিনেমাটি দেখেতে রাজধানীর বেশ কিছু প্রেক্ষাগৃহে গিয়েছিলেন পরী। সাথে ছিল তার আত্মীয়-পরিজন। এ সম্পর্কে দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে ব্যস্ততম নায়িকা বলেন, (শুক্রবার) দুপুরের দিকে ঢাকার কিছু প্রেক্ষাগৃহে গিয়েছিলাম। সবই হাউজফুল। বিকেলে আত্মীয় ও কাছের বন্ধুদের নিয়ে টঙ্গীতে গিয়েছিলাম সিনেমা দেখতে। ওখানেও হল ভর্তি ছিল দর্শক। আমি সবার কাছে কৃতজ্ঞ।’
বাংলা লোকজসাহিত্যে মহুয়া সুন্দরী অনেক গুরুত্বপূর্ণ স্থান করে রেখেছে। কারণ মৈমনসিংহ গীতিকার বিভিন্ন পালার মধ্যে মহুয়া সর্বৈব গুণে সমৃদ্ধ। হুমরা বেদে পাহাড়ে বসবাস করে এবং ডাকাতি করে। একদিন সে এক ব্রাহ্মণ মেয়েকে ডাকাতি করে আনে। মেয়েটির নাম রাখে মহুয়া। হুমরা তাকে নিজের সন্তানের মতো লালনপালন করে। মহুয়া নানা ধরনের খেলাধুলা, নাচগান শিখে রীতিমতো সবাইকে আকৃষ্ট করে। হুমরা মহুয়োকে মক্ষী করে একটি বেদের দল গঠন করে।
বামনকান্দার ব্রাহ্মণ জমিদার নদের চাঁদ মহুয়াকে দেখে আকৃষ্ট হয়। মহুয়াও তাকে মন দেয়। হুমারের ইচ্ছে মহুয়ার বিয়ে হবে দলের যুবক সুজনের সাথে। তাই বামনকান্দা থেকে তারা দল নিয়ে অনত্র চলে যায়। এভাবেই গল্পের কাহিনী এগোতে থাকে।
বিশ্লেষকেরা বলেছেন, ‘মহুয়া বঙ্গরমণীর রণরঙ্গিনী মূর্তি’। ছবিতে এর কতটুকু বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন পরী, তা মূল্যায়ন করবেন দর্শক। পরীর কাছে জানতে চেয়েছিলাম, ছবিটির শুটিংকালীন স্মরণীয় একটি ঘটনা। ‘গাজীপুরের হোতাপাড়ায় প্রচণ্ড শীতের মধ্যে একটি যাত্রার শুটিং চলছিল। তখন রাত আড়াইটা। আমি ছিলাম মঞ্চের ওপর চেয়ারে বসা, পাশে ছিল একটি হিটার। ওটার আলতো উষ্ণতায় ঘুমিয়ে পড়েছিলাম।
হঠাৎ যখন রওশন (রওশন আরা নীপা) আপা আমাকে ডাক দিলেন। আমি কিছু না বুঝেই ডায়লগ দিতে শুরু করেছিলাম। এই কথা মনে হলেই আমার হাসি পায়।’ ‘মহুয়া সুন্দরী’ ছবির জন্য সরকারি অনুদান পেয়েছেন রওশন আরা নীপা। পরীমনি বললেন, ‘আমরা সাধারণত যে ধরনের ছবিতে কাজ করি, মহুয়া সুন্দরী সেগুলো থেকে আলাদা। আমাকে যদি অনেক দিন পরে কেউ জিজ্ঞাসা করে আপনার সেরা ছবি কোনটি? ‘উত্তর দিতে গিয়ে অবশ্যই ‘মহুয়া সুন্দরীর’ নাম বলব। কারণ এটা আমার জীবনের আলাদা একটা পার্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













