মাইক্রোবাস কেটে লেগুনা!
ফিটনেসবিহীন ও চলাচল অযোগ্য পুরাতন মাইক্রোবাস কেটে লেগুনা বানানো হচ্ছে গাজীপুরে। আর ঝুঁকি নিয়েই এসব লেগুনায় চলছে যাত্রী পরিবহণ। বুধবার খোদ সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক অভিযান চালিয়ে বন্ধ করেছেন এমন প্রায় বিশটি কারখানা।
গাজীপুর জেলার জয়দেবপুরে সালনা এলাকায় রাস্তার দু’পাশে প্রায় বিশটি অবৈধ কারখানা গড়ে তোলা হয়েছে। এসব কারখানায় পুরাতন ও ফিটনেসবিহীন মাইক্রোবাস কেটে লেগুনা তৈরি করা হচ্ছে। লেগুনা তৈরির জন্য কারখানাগুলোর সামনে রাস্তায় দাঁড় করে রাখা হয়েছিল শতাধিক মাইক্রোবাস।
খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে সেতুমন্ত্রী নিজেই গোপনে অভিযানে নামেন। এলাকায় গিয়ে মাইক্রোবাসের সংখ্যা দেখে থ’ বনে যান মন্ত্রী। এসময় মন্ত্রীকে দেখে কারখানার লোকজন ধানক্ষেতে পালিয়ে যায়। কারখানায় গিয়ে ওবায়দুল কাদের মাইক্রোবাস কেটে লেগুনা তৈরির দৃশ্য দেখতে পান। পরে তার সামনেই ভ্রাম্যমাণ আদালত সবকটি কারখানায় তালা ঝুলিয়ে দেয় এবং লেগুনা তৈরির মালামাল জব্দ করা হয়। এসময় জড়িত কারখানা মালিকদের গ্রেফতারের নির্দেশ দেন মন্ত্রী।
এ প্রসঙ্গে বৃৃহস্পতিবার সচিবালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘গাজীপুরে পুরাতন মাইক্রোবাস কেটে লেগুনা বানাচ্ছে। একদম বিলবোর্ডের পাশে। গিয়ে দেখি এক’শটার উপরে মাইক্রোবাস। আমাকে দেখে সব ধান ক্ষেত দিয়ে পালিয়ে যায়। অনেকগুলো ফ্যাক্টরি। তাদের কাজই হলো পুরাতন মাইক্রোবাস কেটে লেগুনা তৈরি করা।
মন্ত্রী অসাধু চক্রের এমন কর্মকা-ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি গাজীপুরে গিয়ে এসব ফ্যাক্টরি বন্ধ করেছি। আর কত বন্ধ করবো?’
তিনি বলেন, ‘যাদের আমরা বিশ্বাস করি এমন অনেক প্রতিষ্ঠান অবৈধভাবে ইজিবাইক তৈরি করছে। এসব ইজিবাইকের মেশিনারি বাণিজ্য ও শিল্পমন্ত্রণালয় আমদানি করলেও তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এসব ইজিবাইকের উৎসমুখ বন্ধ করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন
মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন