মাইক্রোসফটের অসাধারণ হয়ে ওঠার ১৮ তথ্য জেনে নিন
বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এক দিনে গড়ে ওঠেনি। এ প্রতিষ্ঠানটি গড়ে ওঠার পেছনে রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী বিল গেটস ও তার পার্টনারদের নিরবচ্ছিন্ন পরিশ্রম ও বাস্তববুদ্ধি। এ লেখায় রয়েছে এ বিষয়ে ১৮টি তথ্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. আপনি যদি ১৯৮৬ সালে মাইক্রোসফটের একটি শেয়ার কিনতেন ২১ ডলারে তাহলে তা বর্তমানে ১৪,৯৯০ ডলারে গিয়ে পৌঁছাতো। ৩০ বছরে এ বৃদ্ধির হার ৭১,২৮৩%।
২. ১৯৮৫ সালে মাইক্রোসফট প্রথম উইন্ডোজ অপারেটিং সিস্টেম বাজারজাত করে। ১৯৮৭ সালে ৩১ বছর বয়সী বিল গেটস একজন বিলিয়নেয়ার হয়ে যান।
৩. বিল গেটসের সম্পদ যে হারে বৃদ্ধি পেয়েছে সে ধরনের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে স্টিভ বলমারেরও। তিনি বর্তমানে এলএ ক্লিপার কিনেছেন, যার মূল্য ছিল দুই বিলিয়ন ডলার।
৪. বিল গেটসের বাড়ির নাম ‘জানাডু ২.০’। পুরো ৬৬ হাজার বর্গফুটের বাড়িটি তিনি নিজের মতো করে গড়ে তুলেছেন। এখানে জেনে নিন বিল গেটসের বাড়ি সম্পর্কে ১৯টি চমকপ্রদ তথ্য। এই বাড়িটির বর্তমান মূল্য হলো ১২৩ মিলিয়ন ডলার। কিং কাউন্টি পাবলিক অ্যাসেসোরস অফিস জানায়, এ বছর বাড়িটির মূল্য দাঁড়িয়েছে ১২৩.৫৪ মিলিয়ন ডলারে।
৫. মাইক্রোসফটের প্রথম লোগোটি তৈরি করতে বিল গেটস ও পল অ্যালেন মাত্র এক দিন সময় নিয়েছিলেন।
৬. উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমের সূচনা সঙ্গীত তৈরি করেছিলেন ব্রায়ান ইনো।
৭. উইন্ডোজ ৯৫-এ ছিল সঙ্গীতের সমারোহ। রোলিং স্টোনের ‘স্টার্ট মি আপ’ ছিল অপারেটিং সিস্টেমটির থিম সং।
৮. মাইক্রোসফটের অত্যন্ত জনপ্রিয় আরেকটি সফটওয়্যার হলো মাইক্রোসফট এক্সেল। এটি বহু জটিল হিসাবকে সহজ করে দিয়েছে।
৯. মাইক্রোসফটের কর্মীরা তাদের কর্মক্ষেত্রে যোগদানের সময়টিকে উদযাপন করেন বাড়ি থেকে খাবার এনে সহকর্মীদের পরিবেশন করে।
১০. মাইক্রোসফটের রয়েছে ৪৮,৩১৩ পেটেন্ট। এগুলোর মধ্যে রয়েছে ভবিষ্যতের প্রযুক্তি ‘হলোলেন্স’ও।
১১. ২০০০ সালে বিল গেটস ও স্টিভ বলমার প্রায়ই মাইক্রোসফটের কর্মীদের মাঝে উৎসাহমূলক ভিডিওতে দেখা দিতেন।
১২. মাইক্রোসফট ও অ্যাপল বাস্তবে একত্রে কাজ করেছিল ম্যাকিনটোশ কম্পিউটারের জন্য। পরবর্তীতে মাইক্রোসফট নিজস্ব অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়ে আলাদাভাবে কাজ শুরু করে।
১৩. ১৯৯৪ সালে মাইক্রোসফট ডেটালিংক ১৫০ ঘড়ি ডিজাইন করে। এ ঘড়িটি ছিল প্রথম স্মার্টওয়াচ, যা ১২ বছর অ্যাপলকে পেছনে ফেলেছিল।
১৪. ১৯৯৭ সালে মাইক্রোসফট অ্যাপলকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে। স্টিভ জবস অ্যাপলের সিইও হওয়ার পর এ ঘোষণা দেন।
১৫. মাইক্রোসফটে বহু আধুনিক যন্ত্রপাতির প্রটোটাইপ তৈরি হয়েছিল। এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে প্রথম ট্যাবলেট, ইন্টারনেট সংযুক্ত টিভি ইত্যাদি।
১৬. ২০০১ সালে মাইক্রোসফট গেইমিং কনসোল এক্সবক্স উদ্বোধন করে। এটি উন্নতমানের গ্রাফিক্স নিয়ে গেইমারদের মন জয় করে।
১৭. ১৯৯৫ সালে মাইক্রোসফট বব নামে একটি কাস্টম উইন্ডোজ তৈরি করে। এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে একটি ঘরের মাঝে উপস্থাপন করে। তবে এটি জনপ্রিয়তা পায়নি।
১৮. ২০১০ সালে মাইক্রোসফট জানিয়েছে তাদের কর্মীরা তাদের ক্যাফেটেরিয়া থেকে বিনামূল্যে ২৩ মিলিয়ন বেভারেজ পান করে। এগুলোর অধিকাংশই ছিল দুধ ও অর্গানিক জুস।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন