মাইলফলকের সামনে মুশফিকুর রহিম
ওয়ানডেতে ২টি উইকেট পেলে আব্দুর রাজ্জাককে টপকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হবেন সাকিব আল হাসান। এ সুযোগটি আছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও। শীর্ষে যেতে মাশরাফির প্রয়োজন ৫ উইকেট। বর্তমানে ২০৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন আব্দুর রাজ্জাক।
দলের সেরা দুই তারকার পাশাপাশি মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিকুর রহিমও। টাইগার টেস্ট দলপতি ৮০ রান করলেই ওয়ানডেতে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। উইকেট রক্ষক এ ব্যাটসম্যান ১৫৮ ম্যাচে ১৪৫ ইনিংসে ৩৯২০ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরির স্বাদ পেয়েছেন মুশফিক।
মুশফিক সর্বোচ্চ ১১৭ রান করেছেন ভারতের বিপক্ষে ফতুল্লায়। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে দুটি এবং পাকিস্তানের বিপক্ষে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে ৬টি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
আফগানিস্তানের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে সমান সংখ্যক ম্যাচ। আসন্ন ম্যাচগুলোতেই মাইলফলকে পৌঁছে যাবেন মুশফিক, ক্রিকেটপ্রেমিরা এ প্রত্যাশায় থাকবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন