শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাএ ৮ রানে ২ উইকেট হারিয়ে বেকায়দায় রাজশাহী

রাজশাহী কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে চিটাগং ভাইকিংস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ১৪২ রান করে ইনিংস শেষ করেছে। রাজশাহী চিটাগংকে পরাস্ত করতে মাঠে নেমেছে।

রাজশাহীর পক্ষে ব্যাট করতে নামেন মোমিনুল হক ও নুরুল হাসান। কিন্তু মোমিনুল শুরুতেই হোচট খেয়ে দলকে পথ দেখাতে ব্যর্থ হয়েছেন। ব্যক্তিগত ৪ রানে শুভাশীষের বলে আব্দুর রাজ্জাককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। অন্যদিকে মাত্র দুই রানের ব্যবধানে দলীয় ৮ রানের মাথায় রাজ্জাকের বলে শুভাশীষকে শূন্য রানে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়ান ডাউনে ব্যাট করতে নামা আফিফ। দলীয় ৮ রানে ২ উইকেট নিয়ে রাজশাহীকে চোখ রাঙাচ্ছে চিটাগং।

খেলাটি দেখুন সরাসরি (LIVE HD ভিডিও)

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর একটায় ম্যাচটি মাঠে গড়ায়। আজকের ম্যাচে যে দল হারবে তাকে আসর থেকে ছিটকে যেতে হবে। বলা যায় জীবন মরণের এ খেলায় প্রথম পর্বের পরীক্ষায় তেমন ভালো করতে পারে নি চিটাগং।

তামিম ইকবালের অর্ধশতক ও গেইলের ৪৪ রানের ইনিংস চিটাগংকে স্কোর কিছুটা সুদৃঢ় করতে সহায়তা করেছে। এছাড়া বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। পাকিস্তানের শোয়েব মালিকও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন নি।

দলের হয়ে ব্যাটিং শুরু করতে নামেন অধিনায়ক তামিম ইকবাল ও ডোয়াইন স্মিথ। প্রথম ওভার থেকে ২ রান সংগ্রহ করে ভাইকিংস। ইনিংসের তৃতীয় ওভারে উইলিয়ামসের বলে স্যামির হাতে ধরা পড়েন স্মিথ। দলীয় ৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় চিটাগং।

এরপর ব্যাটিংয়ে নেমে ব্যাটে ঝড় তুলেন ক্রিস গেইল। ইনিংসের ১১তম ওভারে ফ্রাঙ্কলিনের বলে বিদায় নেন তিনি। ক্যারিবীয় এই ব্যাটিং দানব আউট হওয়ার আগে করেন ৪৪ রান। উইকেটে থেকে ক্রিস গেইল ৩০ বল মোকাবেলা করেন। ফরহাদ রেজার হাতে ধরা পড়ার আগে দুটি চারের সঙ্গে গেইলের ব্যাট থেকে আসে ৫টি বিশাল ছক্কা। দলীয় ৮২ রানের মাথায় দুই উইকেট হারায় চিটাগং। আনামুল হক ১১ রানে, নবী ৫ রানে, আব্দুর রাজ্জাক ও সামী শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ১৪২ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভাইকিংসকে।

এর আগে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। এ ম্যাচে যে দল জিতবে তারা দ্বিতীয় কোলিয়াফায়ার খেলবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্ব শেষে আবারো মাঠে নেমেছে পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বর থেকে শেষ করা এ দু’দল। এলিমিনিটর ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয় রাজশাহী কিংস।

গ্রুপ পর্বে তামিম ইকবালের চিটাগং ১২ ম্যাচে ছয় জয় ও সমান হারে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বর হয়ে শেষ করেছিল। অন্যদিকে ১২ ম্যাচে চিটাগংয়ের সমান ছয় জয় ও ছয় হারে ১২ পয়েন্ট সংগ্রহ করা ড্যারেন স্যামির দল রান রেটে পিছিয়ে পড়ে চার নম্বর থেকে শেষ করে। গ্রুপ পর্বে দু’দলের দু’বারের দেখায় একটি করে জয় পায় চিটাগং ও রাজশাহী।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি