সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাকে বাঁশের সঙ্গে বেঁধে নির্যাতন, ৬ বছরের শিশুটি মাকে রক্ষা করতে

মাকে বেঁধে রাখা হয়েছে বাঁশের সঙ্গে। খানিক আগে তার ওপর চালানো হয় নির্মম নির্যাতন। মা কেঁদে ওঠে। ছয় বছরের ছোট্ট শিশুটি দৌড়ে যায় মাকে রক্ষা করতে। কিন্তু নির্যাতনকারীরা তাকে মার কাছে ঘেঁষতে দেয় না। এক পর্যায়ে নির্যাতনে বিরতি দিলে শিশুটি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। কিন্তু সন্তানের সামনে থেকে মুখ ফিরিয়ে নেয় অসহায় মা।

সমাজের পশুরূপী মানুষের সামনে একজন মা কতটা অসহায় তা প্রকাশ করতে চায় না অবুঝ সন্তানের কাছে। শুধু চোখ থেকে ঝরতে থাকে পানি। সে পানি আড়াল করার চেষ্টা করে মা। ছোট্ট শিশুটি কিছুই বুঝতে পারেনা। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। বৃহস্পতিবার সকালে এ দৃশ্যটি দেখা গেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী গ্রামের মৃত তফিজুল ইসলামের বাড়িতে।

তুচ্ছ ঘটনায় তফিজুলের বিধবা স্ত্রী শিউলী আর একই গ্রামের আলিমুদ্দিনের ছেলে রফিকুল ইসলামকে এক সঙ্গে বাঁশের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন চালায় গ্রাম্য মাতবররা। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে শিউলী।

নির্যাতনের শিকার রফিকুল জানান, বুধবার রাতে পাওনা টাকার জন্য শিউলীর বাড়িতে যাই। এসময় এলাকার কয়েকজন মাতবর পূর্ব শত্রুতার জের ধরে আমাকে আটকায়। তারা অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগ করে। এরপর আমার আর শিউলীর ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। গ্রামবাসী আমাদের উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

এলাকাবাসী জানান, বুধবার রাতেই মাতবররা শিউলী আর রফিকুলকে দড়ি দিয়ে বাঁশের সঙ্গে বেঁধে ফেলে। এরপর রাতভর তাদের ওপর চালানো হয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। বেধড়ক পিটুনিতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে শিউলী। মায়ের নির্যাতন দেখে ছয় বছরের শিশু আরিফ এগিয়ে আসে। কিন্তু কারোই মন গলেনি। গুরুতর অসুস্থ শিউলীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে চাইলেও বাধা দেয় মাতবররা।

সিঙ্গীমারী ইউনিয়ন পরিষদের ৮ ওয়ার্ডের ইউনিয়ন সদস্য ছলিমুদ্দিন বলেন, ‘খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থলে গিয়েছি। তারা যে অবৈধ কাজ করেছে এটা কেউ বলতে পারেনি।’ হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। পরে ইউপি সদস্যকে বিষয়টি মিমাংসার দায়িত্ব দিয়েছি।’হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল মতিন প্রধান বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ

আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু

লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন

  • নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক নীলফামারীতে
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • পঞ্চগড়ে আহমদিয়াদের ওপর হামলার ঘটনায় আরও ৩ মামলা
  • বিয়ের প্রলোভন তারপর ধর্ষণ, এখন অন্তঃসত্ত্বা ৭ম শ্রেণির ছাত্রী
  • রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পালাল চিকিৎসক
  • কুড়িগ্রামে তিন উপজেলার ৫০ হাজার মানুষ পানিবন্দি
  • গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
  • নীলফামারীর জলঢাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু !
  • ট্রাকচালকের আসনে ছিল হেলপার
  • যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!
  • কুড়িগ্রামে সড়ক অবরোধ প্রত্যাহার
  • দুই ঠিকাদারকে পিটিয়ে টাকা ছিনতাই করল আ’লীগ-যুবলীগ