মাগুরাতেই বায়েজিদের মতো আরেক ‘বৃদ্ধ শিশু’
মাগুরায় জাহান প্রাইভেট হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিকে অস্বাভাবিক শারীরিক গঠনের এক শিশুর জন্ম হয়েছে। শালিখা উপজেলার ফুলবাড়ি গ্রামের কৃষক বিশ্বজিৎ পাত্রের স্ত্রী পারুল পাত্র বিকৃত চেহারার এ শিশুটির জন্ম দেন।
শিশুটির শরীরের কিছু অংশ প্রোজেরিয়া আক্রান্ত রোগীদের মতো হলেও পিঠে ঘন রোমশ ভর্তি ও ভিন্ন আকৃতির অস্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে। বিষয়টি স্থানীয় জনসাধারণের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বর্তমানে মা ও ছেলে দু’জনই সুস্থ আছে।
শিশুটির বাবা বিশ্বজিৎ পাত্র বলেন, স্থানীয় চিকিৎসকরা রোগের কারণ অনুসন্ধান করতে পারলেও তিনি পেশায় কৃষক হওয়ায় আদরের ধনকে বড় কোনো হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে পারছেন না। শিশুটির চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবারটি।
মা পারুল পাত্র বলেন, শিশুটির ওজন ২ কেজি। জন্মের পর শিশুটির বিকৃত চেহারা দেখে ভয়ে কেউ কাছে না আসতে চাইলেও বর্তমানে পরম আদর যত্নে তার (মায়ের) কোলে বড় হচ্ছে শিশু অর্পন পাত্র।
অর্পন পাত্রের প্রতিবেশীরা বলেন, গৃহবধূ পারুল পাত্রের ৫ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। কন্যার চেহারা মায়ের মতোই সুন্দর ও স্বাভাবিক। তবে নবজাতক সন্তানটি বৃদ্ধের মতো ভিন্ন চেহারা নিয়ে জন্মেছে। শিশুটির বাবারও এমন চেহারা ছিল যা ক্রমান্বয়ে স্বাভাবিক হয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জয়ন্ত কুমার কুন্ডু বলেন, নানা ধরনের জেনেটিক সমস্যায় এমন হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে প্রোজেরিয়া (progeria) বলে। এ রোগের চিকিৎসা থাকলেও তা জটিল, সময় সাপেক্ষ ও ব্যয়বহুল।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাগুরায় কৃমির ওষুধ খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ!
মাগুরা সদর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী শ্বাসকষ্ট ওবিস্তারিত পড়ুন
মাগুরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা বেলনগর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখমুখিবিস্তারিত পড়ুন
মাগুরায় গাছের সঙ্গে মাইক্রোর ধাক্কা, নিহত ৩
মাগুরায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রীবিস্তারিত পড়ুন