মাগুরায় আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১
মাগুরায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে এক কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অারো ১০ জন। নিহতের নাম রিয়াদুল শেখ ডাবলু (৩৫)।
ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জেরে মাগুরার শ্রীপুরের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও খবির খানের সমর্থকদের মধ্যে রোববার সকালে সংঘর্ষ হয়। এ সময় অন্তত ২৫টি বাড়িতে ভাংচুর লুটপাট চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৩ এপ্রিল শ্রীপুরের আমলসার ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণের দিন হাবিবুর রহমানের লোকজন খবির খানের লোকজনকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিলে বিরোধের সূত্রপাত।
শনিবার রাতে খবির খানের লোকজন হাবিবুর রহমানের সমর্থক শহীদ মন্ডল ও অন্যদের বাড়িতে ইটপাটকেল ছুঁড়লে উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনার জের ধরে রোববার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাগুরায় কৃমির ওষুধ খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ!
মাগুরা সদর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী শ্বাসকষ্ট ওবিস্তারিত পড়ুন
মাগুরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা বেলনগর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখমুখিবিস্তারিত পড়ুন
মাগুরায় গাছের সঙ্গে মাইক্রোর ধাক্কা, নিহত ৩
মাগুরায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রীবিস্তারিত পড়ুন