মাগুরায় পিতা-পুত্রসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড
মাগুরার শ্রীপুর উপজেলার বরালদাহ গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষকে খুনের দায়ে পিতা-পুত্রসহ চারজনকে যাবজ্জীন কারাদণ্ড দিয়েছে মাগুরার একটি আদালত।
বুধবার মাগুরার সিনিয়র দায়রা জজ বেগম মাহফুজা বেগম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বরালদাহ গ্রামের মোহন শেখ (৫০), পারভেজ শেখ (২৫), সুরত আলী (৫৫) ও হাশেম শেখ (৫৭)। এদের মধ্যে মোহন শেখ ও পারভেজ শেখ পিতা-পুত্র।
মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৪ জুলাই সন্ধ্যায় বরালদাহ গ্রামের রিপন মোল্যাকে বাড়ির অদুরে রাস্তায় পেয়ে আসামিরা পূর্ব শত্রুতাবশত মারপিট করে। এসময় রিপনের ডাক চীৎকারে রিপনের পিতা রউফ মোল্যা দৌড়ে এসে ঠেকানোর চেষ্টা করলে আসামিরা রউফ মোল্যাকে কুপিয়ে মারাত্মক জখম করে।
ওই রাতেই রউফ মোল্যাকে চিকিৎসার জন্য প্রথমে মাগুরা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রউফ মোল্যা মারা যান। তার ছেলে রিপন মোল্যা এ ঘটনায় ৮ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।
আদালতে সাক্ষী প্রমাণের ভিত্তিতে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এছাড়া কামরুল শেখ, আজম শেখ, মেজবাউল শেখ ও আশিকুল শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাগুরায় কৃমির ওষুধ খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ!
মাগুরা সদর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী শ্বাসকষ্ট ওবিস্তারিত পড়ুন
মাগুরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা বেলনগর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখমুখিবিস্তারিত পড়ুন
মাগুরায় গাছের সঙ্গে মাইক্রোর ধাক্কা, নিহত ৩
মাগুরায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রীবিস্তারিত পড়ুন