মাগুরায় শহীদ মিনারে ছাত্রলীগের মিছিলে হামলা, আহত ১৫


একুশের প্রথম প্রহরে ফুল দিতে গিয়ে মাগুরার শালিখা উপজেলা সদরে ছাত্রলীগের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কমপক্ষে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।
শালিখা থানা ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন- শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহীদ মিনারে ফুল দিতে গেলে দুর্বৃত্তরা ছাত্রলীগের মিছিলে হামলা করে । এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় পুলিশ প্রায় ১০ রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনায় প্রায় ১৫ জন আহত হন।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ জানান-ফুল দেওয়ার সময় কিছু যুবক উশৃঙ্খল আচরণ করলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। তবে তিনি গুলির ঘটনা অস্বীকার করেন।
এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে স্থানীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের অনুসারী ছাত্রলীগের মোজাহার বিশ্বাসের নেতৃত্বে একটি গ্রুপের সঙ্গে শেখর গ্রুপের নেতা কুতুবের নেতৃত্বাধীন নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন


রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন


ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন













