সংবাদ সম্মেলনে ফখরুল
মাঝপথ থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৌরসভা নির্বাচনে মাঝপথ থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই বিএনপির। আজ মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় পৌর নির্বাচন সমন্বয় কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ফখরুল এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘একটি কথা খুব পরিষ্কার করে বলতে চাই আপনাদের। এটা অনেকেই অনেক সময় প্রশ্ন করেন আমাদের বিভিন্ন কারণে যে, আপনারা আবার মাঝপথ থেকে সরে আসবেন কি না। কোনো সম্ভাবনা নেই।’
‘মাঝপথ থেকে ফিরে আসার কোনো সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়নি এবং এ নির্বাচন আমরা পুরোপুরিভাবে, একেবারে ফলাফল ঘোষণা পর্যন্ত সবাই অ্যাকটিভলি (সক্রিয়ভাবে) নির্বাচনে থাকবেন বলে আজকে আমাদের সভার মধ্যে সিদ্ধান্ত হয়েছে’, যোগ করেন ফখরুল।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মির্জা ফখরুলের সভাপতিত্বে সকালে অনুষ্ঠিত হয় নির্বাচন সমন্বয় কমিটির বৈঠক। বিভাগীয় পর্যায়েও সমন্বয় কমিটি করার সিদ্ধান্ত হয় দেড় ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করে বলেন, হামলা-মামলা এবং ভয়ভীতির মাধ্যমে এরই মধ্যে সাতটি পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থীরা। তিনি বলেন, ক্ষমতাসীনরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। এসব বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা এখনো প্রশ্নবিদ্ধ।
মির্জা ফখরুল জানান, ২৩৪টি পৌরসভা নির্বাচনে যাচাই-বাছাই শেষে এখন বিএনপির প্রার্থী রয়েছে ২১৮টি পৌরসভায়। বাকি পৌরসভাগুলোতে বিএনপি কেন্দ্রীয়ভাবে কোনো প্রার্থীকে সমর্থন দেবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন