মাঝে মাঝে কোহলিকে দেখে ভয় পেয়ে যাই: অশ্বিন

চোটের কারণে আইপিএল খেলতে পারছেন না তিনি। তবে প্রতিদিন ঘড়ি ধরে বিকেল-সন্ধ্যায় টিভির সামনে বসে পড়ছেন এই মুহূর্তে ভারতের দুই সেরা স্পিনারের একজন রবিচন্দ্রন অশ্বিন। গত কয়েক বছরে তিনি টেস্টে যে ফর্ম দেখিয়েছেন তাতে আর কয়েকবছর তা দেখাতে পারলে কিংবদন্তিদের তালিকায় জায়গা করে নেবেন সন্দেহ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে মহেন্দ্র সিং ধোনি ও কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মাঝে মধ্যে কোহলিকে দেখে ভয় পেয়ে যান!
ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে ধোনির আকস্মিক অবসরের ঘোষণায় কোহলিকে নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তার কিছুটা হলেও রেশ এখনও রয়ে গেছে। অশ্বিনের মতে, মহেন্দ্র সিং ধোনি যেভাবে এতবছর ধরে অধিনায়কত্ব সামলেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। দলের অনেক চাপ তিনি নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। ধোনির অধিনায়কত্বে পরিপক্কতার ছাপ রয়েছে।
অন্যদিকে তিনি বলেছেন, বিরাট কোহলি সব দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিরোধ ভালোবাসেন, প্রতিদ্বন্দ্বিতায় আপত্তি নেই নতুন অধিনায়কের। মাঝে মাঝে এতটাই আক্রমণাত্মক হয়ে যান কোহলি, তা দেখে ভয় হয়। তবে গত কয়েকবছরে ক্রিকেটার ও অধিনায়ক হিসাবে যেভাবে কোহলি উন্নতি করেছে তা অভাবনীয় বলে মনে করছেন অশ্বিন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন