শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাটির ওপরে-নিচে আইএসের যুদ্ধ!

ইসলামিক স্টেটের (আইএস) কাছে জিম্মি থাকা ইরাকের মসুল শহর পুনরুদ্ধারে যুদ্ধ করছে ইরাকের সরকার নিয়ন্ত্রিত বাহিনী। তবে এই যুদ্ধ করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে তারা। মাটির ভেতর থেকে ভোজবাজির মতো উদয় হয়ে আক্রমণ চালাচ্ছে আইএস যোদ্ধারা। পাল্টা আক্রমণের আগেই আবার মিলিয়ে যাচ্ছে তারা। ফলে যুদ্ধ করতে গিয়ে বিপাকে পড়েছেন ইরাকের সৈন্যরা।

আইএসের খোঁড়া এসব সুড়ঙ্গের সন্ধান করছিলেন ইরাক সরকারের এক গোয়েন্দা কর্মকর্তা। তিনি বললেন, তারা সব জায়গায় ছিল। মাটির দিকে ইঙ্গিত করে তিনি বললেন, এখানে প্রথমে একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছিল। একে একে পাওয়া গেছে মোট ছয়টি সুড়ঙ্গ।

আইএসের হাত থেকে পুনরুদ্ধার হওয়া মসুলের মাটির নিচে মৌচাকের মতো অসংখ্য সুড়ঙ্গ আবিষ্কার করছেন ইরাকের কর্মকর্তারা।

আর সে কারণে তিনদিন ধরে ইরাকের সেনাবাহিনীকে রীতিমতো আতঙ্কে থাকতে হচ্ছে। কেননা কোন সুড়ঙ্গ থেকে যে আইএস যোদ্ধারা বের হবে, আক্রমণ চালিয়ে আবার পালিয়ে যাবে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না তাঁরা।

ইরাকের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল বলেন, গত শুক্র ও শনিবারের লড়াই ছিল ভীষণ ভয়ানক। সেনাবাহিনী যতই মসুলের ভেতরের দিকে প্রবেশ করছে ততই লড়াইয়ের তীব্রতা বাড়ছে। সেই সাথে বাড়ছে হতাহতের সংখ্যাও।

ইরাকের বিশেষ বাহিনী এখন মসুলের পূর্ব দিকের জেলাগুলোতে যুদ্ধ করছে। সেখানে যুদ্ধরত সেনারা বলছেন, সর্বত্র বিরাজমান সুড়ঙ্গ, সেইসাথে বিভিন্ন ভবনের দেওয়ালের মধ্যে লুকিয়ে থাকা আইএস যোদ্ধারা অতর্কিত যুদ্ধ করছেন। ফলে বেশ মুশকিলে পড়তে হচ্ছে ইরাকি বাহিনীকে। একজন ইরাকি কমান্ডার জানান, তাঁর সাঁজোয়া যানের সামনে বেশ কয়েকজন আইএস যোদ্ধা ছিলেন। কিন্তু হঠাৎ করেই যেন তাঁরা পথের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন।

একই সঙ্গে দুটি শহরের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরাকের সন্ত্রাসবিরোধী বাহিনীর কর্নেল ফালাহ আল ওবায়দি। তিনি বলেন, একটা যুদ্ধ হচ্ছে মাটির ওপরে। আরেকটা হচ্ছে মাটির নিচে। যেখানে লুকিয়ে আছে শত শত আইএস যোদ্ধা।

মসুল শহরের মাটির নিচে কি পরিমাণ সুড়ঙ্গ আছে তার পরিমাণ এখনো অজানা। আইএস যোদ্ধারা একইরকম সুড়ঙ্গ খুঁড়েছিল ফাল্লুজা শহরেও। গত জুন মাসে সেটি পুনরুদ্ধার করে ইরাকি বাহিনী।

কিছু কিছু সুড়ঙ্গের দৈর্ঘ্য ১০০ গজের বেশি। মাটির নিচের এসব প্যাসেজে রয়েছে বৈদ্যুতিক আলোর ব্যবস্থাও। এসব সুড়ঙ্গের ভেতর অস্ত্র রাখার ঘর, ছোট রান্নাঘর, খাবারের সংরক্ষণাগার এবং বিস্ফোরক মজুদের ব্যবস্থাও দেখতে পেয়েছেন ইরাকের সৈন্যরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা