সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাটির সঙ্গে মিশে একাকার হয়ে মানুষের সেবা করবেন, বন্ধু পেয়ে যাবেন: কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল অধীনস্ত চট্টগ্রাম মহানগরীর পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, কোনোভাবেই বাড়াবাড়ি করতে যাবেন না। গত বছর এই সময়ে পেট্রোল বোমার ভয় দূর করার জন্য আমি নিজেই আপনাদের বাড়াবাড়ি করতে বলেছিলাম। কিন্তু এখন বলছি- মাটির সঙ্গে মিশে একাকার হয়ে মানুষের সেবা করবেন, দেখবেন অনেক বন্ধু পেয়ে যাবেন।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব কথা বলেন সিএমপি কমিশনার আবদুল জলিল ম-ল।

সিএমপি কমিশনার বলেন, দেড় বছর আগে আমরা রাস্তা ঝাড়– দিয়েছিলাম। এখন আমরা রাস্তা ঝাড়ু দিতে লোকজনদের উৎসাহিত করব।

বিভিন্ন থানার মোবাইল টিমের সদস্যদের প্রতি তিনি বলেন, পেট্রোল ডিউটি করার সময় দোকানের সামনে ময়লা জমা হয়ে থাকলে দোকানদারকে বলে তা পরিষ্কার করার ব্যবস্থা করবেন এবং রাতে কেউ যাতে যেখানে সেখানে পোস্টার লাগাতে না পারে খেয়াল রাখবেন।

মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশে কমিশনার আরো বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব, আর এই সৃষ্টির সেরা জীবের সেবা করার সুযোগ মহান আল্লাহ আমাদের দিয়েছেন। অন্যান্য চাকরিতে মানুষের সেবা করার এত সুযোগ আর নেই।

তিনি উল্লেখ করেন, দোয়া, দান, দাওয়া এই ৩টি বিষয় অব্যাহত রাখলে আপনারা অসুস্থ হবেন না।

পুলিশ কমিশনার বলেন, সিএমপিতে এই পর্যন্ত তেমন কোন দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি এবং আমরা এ ধরনের সংবাদ শুনতেও চাই না। আমরা সার্বক্ষণিক সব অফিসার ও ফোর্সদের খবর রাখছি, অযথা কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে যাবেন না। আমাদের দায়িত্ব আছে এবং এই দায়িত্ব পালন করতে হবে, আর পালন যখন করবেন ভালভাবে করবেন।

পুলিশ সদস্যদের এই ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) দেবদাস ভট্টাচার্য্য, উপপুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মাসুদ-উল-হাসান, উপপুলিশ কমিশনার (ডিবি উত্তর-দক্ষিণ) কুসুম দেওয়ান, উপপুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাযারী, উপপুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ, উপপুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর) মো. সুজায়েত ইসলাম, উপপুলিশ কমিশনার (ডিবি বন্দর-পশ্চিম) মো. মোকতার হোসেন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজিমপুরে বাসায় ডাকাতি, মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা

ঢাকার আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় দিনে দুপুরে ডাকাতিরবিস্তারিত পড়ুন

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়াবিস্তারিত পড়ুন

ফ্রান্স-ইসরায়েল ম্যাচের আগে বিক্ষোভে উত্তাল প্যারিস

উয়েফা নেশন্স লিগে ফ্রান্স-ইসরায়েল ম্যাচের আগে ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল হয়েবিস্তারিত পড়ুন

  • আসিফ নজরুল: কোনো অজুহাতেই জঙ্গিবাদ অ্যালাউ করতে পারি না
  • তারেক রহমান: পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী নয়
  • ফেসবুক লাইভে আন্দোলনে আহত জহুর আলী: মামলা নিয়ে ব্যবসা শুরু হয়েছে
  • আরও কমলো স্বর্ণের দাম
  • এএফপিকে ড. ইউনূস: সংস্কারের গতিই ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে
  • বিনামূল্যে চিকিৎসা পাবেন অভ্যুত্থানে আহতরা, দেওয়া হবে আইডি কার্ড
  • তারেক রহমান: ভোটের অধিকার নিশ্চিত না হলে বাজার সিন্ডিকেট মুক্ত করা অসম্ভব
  • জামায়াত সেক্রেটারি: দেশে আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব
  • ফখরুল: বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না
  • জামায়াত আমির: সুষ্ঠু নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার জরুরি
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
  • গয়েশ্বর: নির্বাচিত সংসদ ছাড়া সংবিধানের কোনো পরিবর্তন করা যায় না