শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাটির সঙ্গে মিশে একাকার হয়ে মানুষের সেবা করবেন, বন্ধু পেয়ে যাবেন: কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল অধীনস্ত চট্টগ্রাম মহানগরীর পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, কোনোভাবেই বাড়াবাড়ি করতে যাবেন না। গত বছর এই সময়ে পেট্রোল বোমার ভয় দূর করার জন্য আমি নিজেই আপনাদের বাড়াবাড়ি করতে বলেছিলাম। কিন্তু এখন বলছি- মাটির সঙ্গে মিশে একাকার হয়ে মানুষের সেবা করবেন, দেখবেন অনেক বন্ধু পেয়ে যাবেন।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব কথা বলেন সিএমপি কমিশনার আবদুল জলিল ম-ল।

সিএমপি কমিশনার বলেন, দেড় বছর আগে আমরা রাস্তা ঝাড়– দিয়েছিলাম। এখন আমরা রাস্তা ঝাড়ু দিতে লোকজনদের উৎসাহিত করব।

বিভিন্ন থানার মোবাইল টিমের সদস্যদের প্রতি তিনি বলেন, পেট্রোল ডিউটি করার সময় দোকানের সামনে ময়লা জমা হয়ে থাকলে দোকানদারকে বলে তা পরিষ্কার করার ব্যবস্থা করবেন এবং রাতে কেউ যাতে যেখানে সেখানে পোস্টার লাগাতে না পারে খেয়াল রাখবেন।

মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশে কমিশনার আরো বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব, আর এই সৃষ্টির সেরা জীবের সেবা করার সুযোগ মহান আল্লাহ আমাদের দিয়েছেন। অন্যান্য চাকরিতে মানুষের সেবা করার এত সুযোগ আর নেই।

তিনি উল্লেখ করেন, দোয়া, দান, দাওয়া এই ৩টি বিষয় অব্যাহত রাখলে আপনারা অসুস্থ হবেন না।

পুলিশ কমিশনার বলেন, সিএমপিতে এই পর্যন্ত তেমন কোন দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি এবং আমরা এ ধরনের সংবাদ শুনতেও চাই না। আমরা সার্বক্ষণিক সব অফিসার ও ফোর্সদের খবর রাখছি, অযথা কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে যাবেন না। আমাদের দায়িত্ব আছে এবং এই দায়িত্ব পালন করতে হবে, আর পালন যখন করবেন ভালভাবে করবেন।

পুলিশ সদস্যদের এই ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) দেবদাস ভট্টাচার্য্য, উপপুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মাসুদ-উল-হাসান, উপপুলিশ কমিশনার (ডিবি উত্তর-দক্ষিণ) কুসুম দেওয়ান, উপপুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাযারী, উপপুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ, উপপুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর) মো. সুজায়েত ইসলাম, উপপুলিশ কমিশনার (ডিবি বন্দর-পশ্চিম) মো. মোকতার হোসেন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত