‘মাঠে এসে খেলা দেখুন, বাংলাদেশকে সমর্থন দিন’
শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ‘ডু অর ডাই’ ম্যাচ। কিউইদের হারাতে পারলে শেষ চারে উঠার সুযোগ থাকবে বাংলাদেশের। পরের দিন ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচ। কাল বাংলাদেশ জিতলে এবং ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হারলে শেষ চারে উঠে যাবে মাশরাফির দল। কিন্তু হারলেই সব শেষ। দেশে ফিরতে হবে টাইগারদের।
ওভালের দুই ম্যাচেই গ্যালারি ভরা ছিল দর্শকে। এর মধ্যে অস্ট্রেলিয়া ম্যাচে তো দর্শকের ৯৫ শতাংশই ছিল বাংলাদেশের সমর্থন। ইংল্যান্ড ম্যাচে অন্তত হাজার ১২-১৩ বাংলাদেশি সমর্থক এসেছিলেন মাশরাফিদের সমর্থন দিতে। কিন্তু কাল কার্ডিফের ম্যাচে কী হবে? গ্যালারি ভরবে তো?
না, সেই লক্ষণ দেখা যাচ্ছে না। এখানে নিউজিল্যান্ডের লোকজন নাই বললেই চলে, গ্যালারি ভরলে ভরতে হবে বাংলাদেশি দর্শক দিয়ে। কিন্তু নানা কারণে কালকের ম্যাচে গ্যালারি ভরার সম্ভাবনা দেখা যাচ্ছে না। লন্ডন সিটিতে লক্ষ লক্ষ বাংলাদেশি বাস করলেও কার্ডিফে সাকুল্যে ২০ হাজার বাংলাদেশি বসবাস করেন। লন্ডন থেকে কার্ডিফের দূরত্ব ২৪৪ কিলোমিটার। এত দূরে এসে খেলা দেখে আবার ফিরে যাওয়া অনেক কঠিন ব্যাপার। তাই লন্ডন থেকে এখানে কেউ খেলা দেখতে আসবেন এমন ভাবা কঠিন। কার্ডিফে যারা থাকেন তাদের নিয়ে যতো আশা।
কিন্তু আপাতত তাদের মধ্যে সেরকম সাড়া পাওয়া যাচ্ছে না। একে তো শুক্রবার, জুমআর দিন। এখানকার বাংলাদেশিরা জুমআর নামাজ কেউ সাধারণত মিস কতে চান না। সেই সঙ্গে কাজের দিনও বটে। সঙ্গে বিরূপ আবহাওয়া। কালকের ম্যাচ যে মাঠে গড়াতে পারবে তার কোনও গ্যারান্টি নেই। কারণ গতকাল সন্ধ্যা থেকে সেই যে বৃষ্টি শুরু হযেছে, থামার লক্ষণ দেখা যাচ্ছে না। কালকে অবশ্য এর চেয়ে আবহাওয়া একটু ভালো থাকবে। কিন্তু তারপরও পুরো ম্যাচ হওয়ার নিশ্চয়তা নেই। যে কারণে এখন পর্যন্ত বেশিরভাগ টিকেটই অবিক্রিত রয়ে গেছে।
এই অবস্থায় কার্ডিফে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি মাঠে গিয়ে খেলা দেখতে এবং মাশরাফিদের সমর্থন দিতে অনুরোধ করেছেন কার্ডিফের গণ্যমান্য ব্যক্তি হিসেবে সবার কাছে সমাদৃত খিজির আহমেদ, যিনি লন্ডনেও বেশ সুপরিচিত। তিনি ম্যাচের কিছু সৌজন্য টিকেটও বিতরণ করেন বাংলাদেশিদের মধ্যে। গতকাল মাঠেও গিয়েছিলেন তিনি।
মাঠে গিয়ে খেলা দেখার অনুরোধ জানিয়ে খিজির আহমেদ বলেন, ‘অনেক বছর পর কার্ডিফে এসেছে বাংলাদেশ দল। ২০০৫ সালে এখানেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। তখন আমরা অনেক আনন্দ করেছিলাম, বিশেষ করে আমরা বাঙালিরা। এবারও আমি আল্লাহর রহমতে আশাবাদী। ইনশাআল্লাহ এ ম্যাচেও বাংলাদেশ জিততে পারে। আশা করি বাংলাদেশি দর্শকরা মাঠে আসবেন এবং বাংলাদেশ দলকে সমর্থন করবেন। সবার প্রতি আমি অনুরোধ জানাচ্ছি মাঠে এসে খেলা দেখুন, বাংলাদেশকে সমর্থন দিন।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন