”মাঠে কষ্ট হচ্ছিলো নিজেকে সামলাতে”- মাশরাফি
আগের মত মাঠে এখন তিনি আর চিতার মত ক্ষিপ্র নন; তবে এখনও দলের সবচেয়ে নিরাপদ ফিল্ডারদের একজন। সেই তিনি ক্যাচ ছাড়লেন। রান আউটর সুযোগ ছাড়লেন। একটু যেন খাপছাড়া। শেষ ম্যাচ বলেই কি? মাশরাফি বিন মুর্তজাও বললেন, কষ্ট হচ্ছিলো নিজেকে সামলাতে।
টসের সময় আবেগ খুব একটা বোঝা যায়নি। তবে ব্যাটিংয়ে প্রথম বলেই স্টাম্প সোজা বল লেট কাট খেলে বোল্ড হয়েছেন। পরে ফিল্ডিংয়ে ওরকম বিবর্ণ। বোলিংয়ের শুরুটা ভালো না হলেও পরে দারুণভাবে সামলে নিয়েছেন। শেষ ম্যাচে মাঠ ছেড়েছেন জয়ের তৃপ্তিতেও।
ম্যাচ শেষে মাশরাফি জানালেন, শেষ ম্যাচ বলেই নিজেকে নিয়ন্ত্রণে হিমশিম খেয়েছেন।
“টস করতে যখন গেলাম, তখন স্বাভাবিক লাগছিল। মাঠে ব্যাটিংয়ে নামা থেকেই অস্থিরতা কাজ করছিল। শেষ ম্যাচ, এই জন্যই হয়ত। একটু অস্বস্তি অবশ্যই লেগেছিল। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। ”
শেষ ম্যাচের শূন্যতার অনুভূতির মাঝেও বড় প্রাপ্তি মানছেন জয়কে।
“মাঠে একটু অস্থির লাগছিল। টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেছিলাম তাই হয়তো এমন লাগছিল। তবে আজকে যখন ছাড়ছি, অবশ্যই গর্বিত, বাংলাদেশের হয়ে প্রায় ১০ বছর টি-টোয়েন্টি খেলেছি। শেষ ম্যাচটা জিতে আরও বেশি ভালো লাগছে। হারলে মনে হতো বাংলাদেশ আরও একটা ম্যাচ হেরেছে। ”
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন