মাঠে চলে এসেছে মাশরাফিরা

গত কয়েকদিন ধরে ঢাকার আকাশে ছিল না কোনো মেঘের ঘনঘটা । কিন্তু বুধবার ভোরবেলা থেকে ঢাকাসহ আশেপাশের জেলা শহরে শুরু হয় বৃষ্টি। যে কারণে এশিয়া কাপে বাংলাদেশ-ভারত উদ্বোধনী ম্যাচ নিয়ে তৈরি হয়েছে এক ধরনের শঙ্কা। তবে উদ্বোধনী ম্যাচটি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়ানোর কথা রয়েছে। কিন্তু তার ঘন্টা তিনেক আগে অর্থাৎ বিকেল সাড়ে চারটার দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রবেশ করেছে সাকিব-মাশরাফিরা।
মাঠে ঢুকে প্রথমে উইকেট দেখতে ছুটে যান ফিল্ডিং কোচ রির্চাড হ্যালসল। তবে এরআগে থেকে সেন্টার উইকেটের ওপর থেকে ত্রিপলগুলো সরানো শুরু করে মাঠ-কর্মীরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং প্র্যাকটিস করতে যান মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান রুম্মান।
এর কিছুটা পরে স্টোর উইকেট পরিদর্শনে যান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। পরে টিম-বয়দের করা বলে অনেকটা সময় ধরে ব্যাটিং প্র্যাকটিসটা সেরে নেন জাতীয় দলের এই অভিজ্ঞ ডানহাতি ব্যাটসম্যন। বাংলাদেশ দলের খেলোয়াড়রা যখন মিরপুরে ব্যাট-বলের অনুশীলনে ব্যস্ত, তখনো হোটেলে বন্দী ধোনি-কোহলিরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন