মাঠে নামার আগে সমর্থকদের কাছে দোয়া চাইলেন তাসকিন

২৬ ডিসেম্বর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে শক্তিমত্তার লড়াইয়ে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই মাঠে নামার আগে সমর্থকদের কাছে দোয়া চাইলেন বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ।
ওয়াঙ্গারেইতে তিন দিনের অনুশীলন শেষে আজ সকালে ক্রাইস্টচার্চে পা রেখেছে বাংলাদেশ দল। সেখানে নেমেই তাসকিন তাঁর ফেইসবুকের মাধ্যমে ভক্তদের
কাছে দোয়া চেয়েছেন। তাসকিন লিখেছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এদিকে আজ থেকে ক্রাইস্টচার্চে অনুশীলন চালিয়ে যাবে মাশরাফিরা। নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারবেন বাংলাদেশ দল। সেখানেই নিজেদের ভালোভাবে ঝালাই করে নেবেন হাথুরুসিংহের শিষ্যরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ছাড়াও দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে কিউইদেরে বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে মাশরাফিদের।
২৯ ও ৩১ ডিসেম্বর বাকি দু’টি ওয়ানডে। ৩, ৬ এবং ৮ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন