মাঠে ফেরার অপেক্ষায় রুবেল
জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে সোমবার। তবে ‘অদ্ভুত’ ইনজুরির কারণে এখনই ক্যাম্পে যোগ দিতে পারছেন না রুবেল হোসেন। আরও অন্তত এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই ডানহাতি পেসারকে।
সোমবার ক্রিকেটাররা যখন ক্যাম্পে ব্যস্ত সময় কাটাবেন, তখন রুবেলকে যেতে হবে হাসপাতালে। গত ২১ জুন মিরপুরের ডেলটা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার সফল অস্ত্রোপচার হয়েছিল। তবে অস্ত্রোপচার সফল হলেও একটি সেলাই দিতে হয়েছিল মুখের ভেতরে।
ওই সেলাই কাটতেই হাসপাতালে যেতে হবে বলে রবিবার জানিয়েছেন রুবেল, ‘কাল (সোমবার) মুখের ভেতরের সেলাই কাটতে ডেলটা হাসপাতালে যাবো। এরপর ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। তবে এটা নিশ্চিত, আপাতত ক্যাম্পে যোগ দিতে পারছি না।’
অস্ত্রোপচারের পর অন্তত চার সপ্তাহ বিশ্রামের নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেছে এর মধ্যে। রুবেল এখন তাকিয়ে কন্ডিশনিং ক্যাম্পের দিকে, ‘এখন অনেক ভালো বোধ করছি। ব্যথা নেই, তবে আরও এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আশা করি, তারপরই ক্যাম্পে যোগ দিতে পারবো।’
বেশ অদ্ভুতভাবে ইনজুরিতে পড়েছিলেন রুবেল। গত মাসে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল শেষে হোটেলে ফেরার পর রুমের দরজায় ধাক্কা খান তিনি। ধাক্কাটা এত জোরে লেগেছিল যে তার বাম চোখ আর কানের মাঝখানের হাড় সরে যায়। প্রথমে তেমন গুরুত্ব না দিলেও দেশে ফেরার পর ব্যথা অনুভব করায় ডাক্তারের কাছে যান রুবেল। তখনই জানতে পারেন, আঘাতটা এমনই গুরুতর যে অস্ত্রোপচার ছাড়া উপায় নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন