মাতৃগর্ভে গুলিবিদ্ধ: ১৩ নম্বর আসামি গ্রেপ্তার!
মাগুরায় সরকার সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও মাতৃগর্ভে সন্তান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোবাবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-মাগুরা সড়কের ওয়াপদা এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় নজরুল ইসলাম ১৩ নম্বর আসামি বলে পুলিশ জানিয়েছে। এর আগে ২৬ জুলাই রাতে গ্রেপ্তার করা হয় মামলার ৫ নম্বর আসামি চা দোকানি সুমন ও ১৪ নম্বর আসামি স্থানীয় মুদি দোকানি সোবহানকে। সোবহানকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
এছাড়া রোববার সকালে মাগুরা জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে (৩৫) ঢাকায় গ্রেপ্তার করার খবর পাওয়া গেলেও ঢাকার র্যাব ও গোয়েন্দা পুলিশ সুমন নামে মাগুরার কাউকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে।
মাগুরার গোয়েন্দা পুলিশের ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা ইমাঊল হক জানান, গোপন সংবাদ পেয়ে মাগুরার ওয়াপদা এলাকায় ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ডিবি পুলিশ নজরুলকে গ্রেপ্তার করে।
“নজরুল ঢাকা থেকে পালিয়ে খুলনা যাচ্ছিল। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যলয়ে এনে জিজ্ঞসাবাদ করা হচ্ছে।” মাইক্রোবাসের চালক নজরুল ইসলাম মাগুরা শহরের দোয়াপাড় এলাকার হোসেন কারিকরের ছেলে বলে জানান তদন্ত কর্মকর্তা ইমাউল।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৩ জুলাই বিকালে মাগুরা শহরের দোয়ারপাড়ায় সাবেক ছাত্রলীগকর্মী কামরুল ভূইয়ার সঙ্গে সাবেক যুবলীগকর্মী মহম্মদ আলী ও আজিবরের সমর্থকদের সংঘর্ষ হয়।
এসময় কামরুলের বড় ভাই বাচ্চু ভূঁইয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা বেগম (৩০) ও প্রতিবেশী মিরাজ হোসেন গুলিবিদ্ধ হন। কামরুলের চাচা আব্দুল মোমিন ভূঁইয়া গুলিতে নিহত হন। ওই রাতেই মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে নাজমার গুলিবিদ্ধ শিশুটি ভূমিষ্ঠ হয়। দুই দিন পর তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন