মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ : চার্জশিট হয়নি তিন মাসেও

মাগুরায় গর্ভাবস্থায় গুলিবিদ্ধের ঘটনায় আহত সেই মা নাজমা বেগম পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি। ঢাকায় চিকিৎসা শেষে মা ও শিশু কন্যা সুমাইয়া বাড়ি ফিরলেও এখনো পুরোপুরি সুস্থ হননি নাজমা বেগম।
ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসার কথা রয়েছে তার। এদিকে ঘটনার তিনমাস পেরিয়ে গেলেও মামলার চার্জশিট না হওয়ায় হতাশ নাজমার পরিবারের সদস্যরা।
নাজমার স্বামী বাচ্চু ভূঁইয়া জানান, এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি মাগুরা শহরতলীর দোয়ারপাড় এলাকার কারিগর পাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ নাজমা বেগম (৩০)। তবে কোলের শিশু সুরাইয়া সুস্থ থাকায় সব কষ্ট ভুলে আছেন তিনি। নানান শারীরিক জটিলতা নিয়েই লড়ছেন মেয়ে সুরাইয়ার জন্য।
মাগুরা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. শফিউর রহমান জানান, নাজমার সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তার শরীরে অপারেশন ও মাতৃত্বজনিত ব্যথা রয়েছে। জটিলতাও পুরোপুরি কাটেনি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।
নাজমা বেগম জানান, অভাবের সংসারে খাবারই যোগাড় করতে পারি না। চিকিৎসার খরচ যোগাবো কি দিয়ে।
তিন মাস পার হলেও মামলার চার্জশিট না হওয়ায় নারাজ নাজমার পরিবারের সদস্যরা। দ্রুত বিচার কাজ শেষ করে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বাচ্চু ভূঁইয়া জানান, তিনি একজন ক্ষুদ্র দোকানদার। তার পক্ষে স্ত্রীর চিকিৎসার ব্যয় বহন ও মামলার খোঁজ-খবর রাখা অসম্ভব হয়ে পড়ছে। এ ব্যাপারে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
এই মামলার ১৬ আসামির মধ্যে ১৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তিন নম্বর আসামি আজিবর শেখ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে। এ ছাড়া মামলার দুই নম্বর আসামি আলী দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
মাগুরা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) এবং মামলার তদন্ত কর্মকর্তা ইমাউল হক মামলার তদন্ত কাজ এগোচ্ছে জানালেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে চাননি।
উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরা শহরতলীর দোয়ারপাড় এলাকার কারিগর পাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোমিন ভূইয়া নামের এক বৃদ্ধ। গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন নাজমা বেগম। এ ঘটনায় নিহত মোমিনের ছেলে রুবেল ২৬ জুলাই মাগুরা সদর থানায় ১৬ জনের নাম উল্লেখ করে হত্যাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন