মাত্র ১০০ টাকায় ঘুরে আসতে পারেন কলকাতা
অনেকেই হয়ত বিশ্বাস করবেন না, তবে এটা সত্য। আমি বলছি বেনাপোল থেকে কলকাতার কথা। আপনি যদি ট্যাক্সি ক্যাব ভাড়া করে যান তবে যাওয়া আসাতে ২৫০০-৩০০০ ভারতীয় রুপি খরচ হবে। আর মাত্র ৮০ রুপিতে বা ১০০ টাকায় যেতে পারেন এভাবে –
– বেনাপোল পোর্ট পার হয়ে একটা অটোতে শেয়ার করে যাবেন বনগাঁ রেলস্টেশন, নিবে ২০ রুপি
– বনগাঁ থেকে কলকাতা ট্রেন ভাড়া ২০ রুপি এবং এতে সময় লাগবে ২ ঘন্টা যা ট্যাক্সির চেয়ে কম
এইত যাওয়া আসায় ৮০ রুপি। ট্রেনে যাওয়াই ভাল। অবশ্য আপনাকে বেনাপোলে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স দিতে হবে।
আর একটি টিপস, ঢাকা থেকে সরাসরি কলকাতার বাসে না চড়াই ভাল। এতে ইমিগ্রেশনে দীর্ঘ সময় লাগবে। সব বাস একসঙ্গে সকালে পৌঁছায় বলে দীর্ঘ লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যা বিড়ম্বনার কারন হতে পারে। আপনাকে এভাবে প্ল্যান করতে হবে যেন আপনি বেনাপোল পৌঁছান সকাল ১০ টার দিকে। কলকাতায় ১০০-৩০০ টাকার মধ্যেও অনেক হোটেল পেয়ে যাবেন। কলকাতায় ১০-২০ টাকায় সকালে নাস্তাও হয়ে যায়। গতবার দিল্লীতে পরিচয় হয়েছিল তৃনমূল কংগ্রেসের ৩ নেতার সঙ্গে যারা গিয়েছিলেন বর্ধমান থেকে। আমি কলকাতায় ২৫০০ রুপির হোটেলে থেকেছি শুনে তারা আমাকে বার কয়েক দেখলেন মাথা থেকে পা পর্যন্ত। তাদের ধারনা আমি কোটিপতি কেউ হয়ত বাংলাদেশের । তারা আমাকে জানালেন ধর্মতলা মোড়ে ১৫০ টাকার হোটেলে তারা থাকেন যেখানে নানান সুবিধা পাওয়া যায়। কলকাতায় বাংলাদেশীদেরকে মনে করে টাকার খনি, সবাই সুবিধা নিতে চায় – বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। সুতরাং একটু সাবধানও থাকতে হবে। তবে বাংলাদশীদের চলাচল কম এমন জায়গায় থাকলে বা গেলে এই সমস্যা হবে না। আর আপনার উদ্দেশ্যই যদি হয় ১০০ টাকায় সকালে গিয়ে বিকেলে ফিরে আসা তবে তো কথাই নেই, ভিনদেশেও গেলেন, দেখাও হল কলকাতা।
আর একটি বিষয় এখন কিন্তু ভিসা পেতে ই-টোকেন এর জন্য ডেট নিতে হয় না, সেটা তারা আপনার মোবাইলে এস এম এস করে দেয়। সুতরাং দালালের জন্য আর ৩-৫ হাজার খরচ করবেন না, শুধু অনলাইনে ফর্ম পূরন করে বসে থাকবেন এস এম এসের জন্য।
…অনলাইন
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন