মাত্র ১৫ বছর বয়সে জনসমক্ষে যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন রেখা

দৃশ্যটি সম্পর্কে একটা ধারণাও দেওয়া হয়েছিল রেখাকে। কিন্তু বিশ্বজিৎ ও রাজ নিজেদের মধ্যে অন্যরকমভাবে পরিকল্পনা করেছিলেন দৃশ্যটি।
তিনি বলিউডের জনপ্রিয়তম নায়িকাদের একজন। তিনি মোহময়ী, চিরনতুন এক বলিউড তারকা। তিনি রেখা। কিন্তু সেই রেখাকেই তাঁর কৈশোরে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল। এবং সেই ঘটনাও ঘটেছিল জনসমক্ষে, শ্যুটিং সেটে।
সেটা ১৯৬০-এর দশক। রেখার জীবনের প্রথম সিনেমা ‘অনজানা সফর’-এর শ্যুটিং চলছে তখন। ছবির পরিচালক ছিলেন রাজ নওথে। ছবির নায়ক ছিলেন বিশ্বজিৎ। চিত্রনাট্যে বিশ্বজিৎ এবং রেখার মধ্যে একটি ঘনিষ্ঠ দৃশ্যের উল্লেখ ছিল। দৃশ্যটি সম্পর্কে একটা ধারণাও দেওয়া হয়েছিল রেখাকে। কিন্তু বিশ্বজিৎ ও রাজ নিজেদের মধ্যে অন্যরকমভাবে পরিকল্পনা করেছিলেন দৃশ্যটি। সেই সম্পর্কে একেবারে অন্ধকারে রাখা হয়েছিল রেখাকে।
নির্দিষ্ট দিনে শ্যুটিং শুরু হয়। বিশ্বজিৎ আর রাজ আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, দৃশ্যটি শ্যুট করার সময়ে কোনওরকম ‘কাট’ বলা হবে না। পরিচালক ‘অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গে রেখা কিছু বুঝে ওঠার আগেই রেখার হাত ধরে কাছে টেনে নিয়ে তাঁর ঠোটের উপর নিজের ঠোঁট চেপে ধরেন বিশ্বজিৎ। শ্যুটিং স্পটে উপস্থিত অন্য সবাই বিশ্বজিতের এহেন অপ্রত্যাশিত আচরণে আপত্তি তোলা বা বাধা দেওয়া তো দূর, বরং ‘সিটি’ দিয়ে আর অশালীন মন্তব্য করে উজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যান চুম্বনরত যুগলকে। প্রায় পাঁচ মিনিট ধরে বিশ্বজিৎ চুমু খেয়ে যান রেখাকে। সম্পূর্ণ পর্বটি ক্যামেরাবন্দি করা হয়।
সিনেমাটি রিলিজের সময়ে অবশ্য বাদ দেওয়া হয় দৃশ্যটি। কিন্তু বিখ্যাত ‘লাইফ’ ম্যাগাজিনের এশিয়ান সংস্করণে সেই চুম্বনের ছবি প্রকাশিত হয়ে যায়। সেই নিয়ে সারা দেশে যথেষ্ট হইচই হয়েছিল।
পরবর্তীকালে রেখা নানা জায়গায় বলেছেন, ওই দৃশ্যটি শ্যুটিং-এর সময়ে তিনি যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন। তাঁর অমতে তাঁকে চুম্বন করেছিলেন বিশ্বজিৎ, সেটা যৌন নিগ্রহেরই সামিল। সেই দৃশ্যের কথা সম্প্রতি নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে ইয়াসির উসমান রচিত রেখার জীবনী ‘রেখা: দি আনটোল্ড স্টোরি’ মারফত। সেই সময়ে নায়িকাদের প্রতি কতখানি অসম্মানসূচক মনোভাব ছিল বলিউডের, তার দৃষ্টান্ত হয়ে রয়েছে এই ঘটনা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন