মাত্র ৭ জন পরীক্ষার্থীর জন্য পরীক্ষা কেন্দ্র!
শেরপুরের ঝিনাইগাতীতে একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে মাত্র সাতজন এইচএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ে স্থানীয় আদর্শ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসির কারিগরি শাখার মাত্র সাতজন পরীক্ষার্থীর জন্য একটি কেন্দ্রের অনুমোদন দিয়েছেন সংশ্লিষ্ট বোর্ড।
শুধু তাই নয় ওই কেন্দ্রের কেন্দ্র সচিবও হয়েছেন একই কলেজের অধ্যক্ষ। ওই কেন্দ্রে কেন্দ্র সচিব ও একজন শিক্ষক দায়িত্ব পালন করছেন।
এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়মিত কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন।
এ ব্যপারে ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান বলেন, ‘গত বছর আমার কলেজের কারিগরি বিভাগের শিক্ষার্থী এবং ধানশাইল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা আহম্মদনগরস্থ ডা. সেরাজুল হক টেকনিকেল কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল। কিন্তু চলতি বছর সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক কেবল ধানশাইল কারিগরি কলেজের শিক্ষার্থীদের জন্য ডা. সেরাজুল হক টেকনিক্যাল কলেজে এবং আমার কলেজের পরীক্ষার্থীদের আমার কলেজেই কেন্দ্রের অনুমোদন দেয়।’
কিন্তু নিজের কলেজে কোনো কেন্দ্রে থাকতে পাবে না বিধায় আহম্মদ নগর উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র স্থাপন করে পরীক্ষা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
নিজের কলেজের পরীক্ষার্থী সংখ্যা এড়িয়ে গিয়ে খলিলুর রহমান বলেন, ‘আমার কলেজে প্রথম বর্ষে ২১ জন এবং দ্বিতীয় বর্ষে ১০ জন পরীক্ষার্থী রয়েছে।’
অন্যদিকে ডা. সেরাজুল হক টেকনিকেল কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব মোস্তাফিজুর রহমান জানান, এ কেন্দ্রে ধানশাইল টেকনিক্যাল কলেজ ও ডা. সেরাজুল হক টেকনিক্যাল কলেজের মোট ১৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।
এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মদ বলেন, ‘সাতজন পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা কেন্দ্র রয়েছে এটি আমার জানা নেই। সম্ভবত সেটা ভেন্যু হতে পারে। এছাড়া এরকম সিদ্ধান্ত বোর্ড নেয়ার কথা নয়।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নকলা ইউএনও’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ
তথ্য প্রদানে সহযোগিতা না করে তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাঁধাগ্রস্তবিস্তারিত পড়ুন
পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে পাষন্ড স্বামী
শেরপুরে মাসুদা বেগম (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যারবিস্তারিত পড়ুন
শিশু রনিকে যুবক বানিয়ে মামলা, অবশেষে জামিন
শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘরাকান্দি ইউনিয়নে একটি মারপিটের মামলায় রনি নামেবিস্তারিত পড়ুন