মাত্র ৭ সেকেন্ডেই গোল!
কিকঅফের পর দর্শক বোধ হয় ভালোমতো গুছিয়েও বসতে পারেনি তখন। তার মধ্যেই গোল। অবিশ্বাস্যভাবে ম্যাচের বয়স তখন মাত্র ৭ সেকেন্ড! বিশ্বকাপ বাছাইপর্বে বেলজিয়ামের ক্রিস্টিয়ান বেনটেকের গোল শুধু বিস্ময়ের জন্মই দেয়নি, ভেঙে দিয়েছে রেকর্ডও।
সোমবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে জিব্রাল্টারের মুখোমুখি হয়েছিল বেলজিয়াম। প্রতিপক্ষের মাঠে কিকঅফের পর একটুও সময় নষ্ট করেননি স্ট্রাইকার বেনটেকে। বল পেয়ে ছুটেছেন জিব্রাল্টারের ডিফেন্সের দিকে। রক্ষণব্যুহ ভেঙে গোলরক্ষক ড্যারেন ইব্রাহিমকে বোকা বানিয়ে বল পাঠিয়ে দিয়েছেন জালে। ঘড়িতে তখন দেখাচ্ছিল খেলা হয়েছে মাত্র ৭ সেকেন্ড।
বিশ্বকাপের ইতিহাসে এটাই দ্রুততম গোল। আগের রেকর্ডটি ছিল স্যান মারিনোর দাভিদে গুয়ালতিয়েরির। ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বেই ৮ দশমিক ৩ সেকেন্ডে গোল করে রেকর্ডটা গড়েছিলেন তিনি। বিশ্বকাপের চূড়ান্তপর্বে দ্রুততম গোলের রেকর্ড তুরস্কের হাকান সুকুরের অধিকারে। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সুকুরের রেকর্ডগড়া গোলটি এসেছিল ১০ দশমিক ৮ সেকেন্ডে।
শুধু দ্রুততম গোলই করেননি, পরে আরো দুই গোল করে জিব্রাল্টারের বিপক্ষে হ্যাটট্রিকের আনন্দে মেতে উঠেছেন বেনটেকে। বেলজিয়ামও পেয়েছে ৬-০ গোলের বিশাল জয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন