মাথাচাড়া দিয়ে উঠেছে পুরনো ফিল্ডিং রোগ
নিউজিল্যান্ডের সাথে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে পরাজয় বাংলাদেশের। তবে সত্যিই কি নিউজিল্যান্ডের ৩৪১ রানের পাহাড় গড়ে তোলার কথা ছিল।
বাংলাদেশ আগেই বুঝতে পেরেছিল, হ্যাগলি ওভালের আবহটা সম্পূর্ণ ভিন্ন আচরণ করবে। তাই বলে এর প্রভাব কি ফিল্ডিংয়েও পড়বে?
খেলার শুরু থেকেই বাংলাদেশের খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ মোটেই স্বাভাবিক ছিল না। যার পুরোটাই ফুটে উঠেছে ফিল্ডিংয়ে।
তবে এই অতি গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলোয়াড়দের উপর অতীতের মতো ক্যাচ মিসের কালো ছাঁয়া পড়তে দেখা গেছে। শুরুটা করেছিলেন মাহমুদুল্লাহ। এরপর যথাক্রমে মোসাদ্দেক ও মুশফিক আরো দুটি ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন।
এই ৩ ক্যাচ মিসের মাশুল হিসেবে নিউজিল্যান্ড উপহার দেয় ৩৪১ রানের পাহাড়সম স্কোর। পুরো খেলায় ফিল্ডারদের ফিল্ডিং ছিল খাপছাড়া। তাদের বদান্যতায় প্রতি ওভারেই বেশ কিছু অতিরিক্ত রান নেওয়ার সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড। এই কিছু কিছু রানই ইনিংস শেষে বিরাট সংগ্রহ এনে দিয়েছে তাদের।
তবে কি এইরকম ছন্দছাড়া ফিল্ডিংয়ের কারণেই ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বেরিয়ে গেল? দিনশেষে স্কোরকার্ডটা কিন্তু সেরকম ইঙ্গিতই দিচ্ছে। কারণ, আর ৩০-৪০ রান কম থাকলেই হয়তো দিনটা বাংলাদেশের হতে পারত। হয়তো আগামী ম্যাচে সব ভুল শুধরে মাঠে নেমে সেরাটা দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ। তবে ব্যাটিং, বোলিংয়ের মতো ফিল্ডিংয়ের ফাঁকফোকরগুলো না শোধরালে আবারো হয়তো আক্ষেপে পুড়তে হতে পারে টাইগারদের!
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন