মাথা এক জায়গায়, দেহ আরেক জায়গায়
কুষ্টিয়ায় একটি স্কুলের ভবনের ফটকে ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে ফিরোজ প্রামাণিক নামে এক ব্যক্তির কেটে নেওয়া মাথা উদ্ধার করেছে পুলিশ। পরে ওই স্কুল থেকে প্রায় চার কিলোমিটার দূরে মাঠের মধ্যে একটি মাথাহীন ধড় পাওয়া। শনিবার সকালে সদর উপজেলার আলামপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে মাথাটি উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ফজরের নামাজ শেষে তারা আলামপুর স্কুল অ্যান্ড কলেজের ফটকে একটি ব্যাগ ঝুলতে দেখেন। ব্যাগ থেকে রক্ত ঝরছিল। ভেতরে এক ব্যক্তির মাথা দেখা যায়। এলাকাবাসী স্থানীয় দহকোলা ক্যাম্পের পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাথাটি উদ্ধার করে। এর ঘন্টাখানেক বাদে প্রায় ৪ কিলোমিটার দূরে গোবিন্দপুকুর এলাকায় মাঠ থেকে তার শরীরও উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, নিহত ফিরোজ প্রামাণিক ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পূর্ব আব্দুলপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন প্রামাণিনিকের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় হত্যাকারীরা তাকে মাঠে হত্যা করে মাথা ও শরীর আলাদা আলাদা স্থানে রাখে।
প্রসঙ্গত, কয়েক বছর আগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও তৎসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনগুলো প্রায়ই এ স্টাইলে হত্যাকাণ্ড ঘটাতো। পরিস্থিতি সামাল দিতে সে সময় পুলিশ ও র্যাব প্রধানকে ছুটে আসতে হয়েছিল কুষ্টিয়ায়। তাদের সফরের পর আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ আড়াই শতাধিক চরমপন্থী সন্ত্রাসী নিহত হওয়ার পর কুষ্টিয়ায় এ ধরনের হত্যাকান্ড থেমে গিয়েছিল। তবে নতুন করে একই স্টাইলে খুনের ঘটনা এলাকার সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। চরমপন্থীরা যে একেবারে নিমূর্ল হয়নি সেটা জানান দিতেই এ হত্যাকাণ্ড বলে অনেকের ধারণা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন