শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাথা ন্যাড়া করে, জুতার মালা পরিয়ে ঘুরানো হলো কিশোরকে

১৬ বছর বয়সের ছেলেটির বিরুদ্ধে অভিযোগ, সে নাকি মোবাইল ফোন চুরি করেছে। যদিও হাতে নাতে ধরতে পারেনি অভিযোগকারী। তাতে কি হয়েছে, ছেলেটিকে ধরে মাথা ন্যাড়া করে, গলায় ছেঁড়া জুতা-স্যান্ডেলের মালা পরিয়ে বাজার এলাকা ঘোরানো হয়েছে। শত শত মানুষ বিষয়টি দেখেছেন। কিন্তু, কেউ কিছু বলতে পারেননি। কেননা যারা ঘটনা ঘটিয়েছে তাদের মুখের উপর কেউ কিছু বলার সাহস রাখেননা। শেষ পর্যন্ত বিষয়টি পুলিশের কানে পৌঁছায়। পুলিশ গিয়ে অভিযোগকারী ও অভিযুক্তকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের হবি শেখের বাড়ি থেকে মঙ্গলবার রাতে একটা মোবাইল সেট চুরি হয়। চুরির অভিযোগ উঠে একই গ্রামের শাহাজান মিয়ার ছেলে নূর আলমের বিরুদ্ধে। হবি শেখের ভাই কবির শেখ নূর আলমকে বাড়ি থেকে ধরে এনে মারধর করে সারারাত বাড়িতে আটকে রাখে। পরে বুধবার সকালে তার মাথা ন্যাড়া করে জুতার মালা গলায় দিয়ে টেকের হাট বন্দর বাজার এলাকায় ঘোরায়। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত নুর আলমের মা রহিমা খাতুন জানান, তিনি এ বিষয়টির সঠিক বিচারের আশায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছেন। যারা তার ছেলেকে এভাবে নির্যা‌তন করেছে তাদের বিরুদ্ধে তিনি মুকসুদপুর থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, যারা ছেলেটিকে চুরির অপবাদ দিয়ে মারধর করেছেন, গলায় জুতার মালা দিয়ে বাজার এলাকায় ঘুরিয়েছেন তারা খুবই অন্যায় করেছেন। তাকে নাকি সিগারেটের আগুন দিয়েও ছ্যাঁকা দেওয়া হয়েছে। দেশে আইন আছে, সেখানে না দিয়ে কেউ এভাবে কাউকে নির্যাতন করতে পারে না। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বিষয়টি এখন যেহেতু প্রশাসন দেখছে তাই যা করবার তারাই করবেন বলে জানান।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট নৌতদন্ত কেন্দ্রের আইসি মো. জালাল উদ্দিন জানান, অভিযুক্ত ও অভিযোগকারী দুজনকেই আপাতত তাদের হেফাজতে রাখা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি

ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিমানের লাগেজ থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
  • মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষকের কারাদণ্ড
  • বেনজীরের ঢাবি’র পিএইচডি ডিগ্রি বাতিলের প্রস্তাব
  • মতিউর গোয়েন্দা নজরদারির মধ্যে দেশেই আছেন