মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা
মাদকের নেশায় বুদ হয়ে চুরি ও ছিনতাইসহ নানান অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ায় অতিষ্ঠ হয়ে পড়ায় মাদকসেবী ছেলেকে পুলিশের হাতে দিলেন বাবা-মা।
বৃহস্পতিবার বিকেলে খোকসা উপজেলার বি-মির্জাপুর গ্রামের এয়াকুব আলীর ছেলে রায়হান মিঠুনকে (২০) আটক করে পুলিশ।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা খান।
এয়াকুব আলী জানান, আমার ছেলে কিছু বাজে বন্ধুদের পাল্লায় পড়ে মাদকসেবন করা শুরু করে। সে বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনা করছিল। এছাড়া নানান অপকর্মের অভিযোগ আমার কাছে আসছিল। তাকে অনেক বোঝানোর পরেও কোনো কাজ হচ্ছিল না। তাই বাধ্য হয়ে তাকে পুলিশে দিয়েছি। যাতে করে সে ভালো হয়ে যায়।
অন্যদিকে, কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ নুর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে গাঁজাসহ রবি শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে শহরের মিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবি শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪৮ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
আটককৃত রবি শেখ কুমারখালী উপজেলার ছেউড়িয়া বিশ্বাসপাড়া এলাকার মৃত রহমান শেখের ছেলে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দেশে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দের ঘটনায়বিস্তারিত পড়ুন
শপথ করছি, মাদক ছোঁব না
মাইকে ঘোষণা হলো ‘এখন মাদকের বিরুদ্ধে আমরা শপথ নেবো’। শপথবিস্তারিত পড়ুন
ক্ষতি বছরে ১ লাখ কোটি ডলারঃ ধুমপানের পিছনে
ধুমপানে প্রতি বছর বিশ্ব অর্থনীতির ক্ষতি হয় এক ট্রিলিয়ন বাবিস্তারিত পড়ুন