মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ছাত্রলীগ সভাপতির
মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ।
শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের প্রথম সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে কেন্দ্র ঘোষিত ছাত্রলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কুবি ছাত্রলীগ নেতাদের উদ্দেশে সোহাগ বলেন, ‘আমাদেরকে সক্রিয় থাকতে হবে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শেখ হাসিনার উন্নয়নের ধারা সারা দেশে ছড়িয়ে দিতে হবে।’
তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। এ নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। বিএনপি-জামায়াত এ নির্বাচন যাতে বানচাল করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
ছাত্রলীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া এ ছাত্রলীগ ঐতিহ্যমণ্ডিত। এ সংগঠনকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসতে হবে।
কুবি ছাত্রলীগের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, আপনারা নিয়মিত পড়াশুনা করবেন। নিয়মিত পড়াশুনা করলেই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়া সম্ভব হবে।
সোহাগ বলেন, কুবি শাখার নেতৃত্বে যারা আছেন তারা অনেক মেধাবী। এ সম্মেলনের পরে নতুন যে নেতৃত্ব আসবে তারাও যোগ্য হবেন বলে আশা করি।
দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন সাইফুর রহমান সোহাগ। এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আলী আশরাফ উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি নাজমুল হাসান আলিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজা-ই-ইলাহীর উপস্থাপনায় সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন