মাদক খাইয়ে দিঘায় নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ! থানায় গিয়েও হয়রানির-
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানা এলাকার মহাবীরা গ্রামের বাসিন্দা ওই কিশোরী শুক্রবার গ্রামের মন্দিরে পুজো দিতে গিয়েছিল।
মাদক মিশ্রিত পানীয় খাইয়ে তুলে নিয়ে গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোরীকে ধর্ষণ করল গ্রামেরই যুবক। আর সেই অভিযোগ জানাতে গিয়ে থানায় গিয়ে আর এক দফা হয়রানির শিকার হল নির্যাতিতার পরিবার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানা এলেকায়।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানা এলাকার মহাবীরা গ্রামের বাসিন্দা ওই কিশোরী শুক্রবার গ্রামের মন্দিরে পুজো দিতে গিয়েছিল। অভিযোগ, বেলদা কলেজের পড়ুয়া প্রতিবেশী যুবক অঞ্জন দোলুই ফোন করে তাকে মেসে ডাকে। মেয়েটির অভিযোগ, অঞ্জন দোলুই তাকে প্রথমে ঠান্ডা পানীয় খেতে দেয়। তার পরেই সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখে, গাড়িতে করে তাকে দিঘার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপত্তি জানালে তাকে অভিযুক্ত যুবক হুমকি দেয়। পরে দিঘার একটি হোটেলে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি একাধিকবার ধর্ষণও করা হয়েছে বলে কিশোরীর অভিযোগ।
তার বয়ান অনুযায়ী, শনিবার তাকে বেলদাতে এনে ছেড়ে দেয় ওই যুবক। এদিকে মেয়ের খোঁজ শুরু করেছিল তার পরিবার৷ পরে মেয়ে বাড়িতে ফিরে সব জানালে নির্যাতিতা-সহ পরিবারের লোকজন কেশিয়াড়ি থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতে যায়৷ অভিযোগ না নিয়ে থানায় তাঁদের সারা রাত বসিয়ে রাখা হয় বলে দাবি করেছে নির্যাতিতার পরিবার।
থানার এই অসহযোগিতায় হতবাক নির্যাতিতার পরিবার। এমনকী, নির্যাতিতার ডাক্তারী পরীক্ষা না করিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার সঠিক বিচারের আশায় রয়েছে নির্যাতিতার পরিবার।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন