মাদক বিষয়ক প্রতিবেদন ‘চেপে রেখেছিল’ আইএএফ
প্রভাবশালী ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমস বলছে, যে গবেষণা প্রতিবেদনে বিশ্বের সেরা অ্যাথলিটদের এক তৃতীয়াংশকেই সন্দেহভাজন মাদকসেবী বলে প্রতীয়মান হচ্ছে সেই পুরো গবেষণাটিকে প্রকাশ করতে বাধা দেয়ার মাধ্যমে ‘চেপে রেখেছিল’ অ্যাথলেটিক্সের নিয়ন্ত্রক সংস্থা ‘আই ডাবল এ এফ’।
পত্রিকাটির খবরে জার্মানির ইউনিভার্সিটি অব টুবিনেনের বরাত দিয়ে বলা হয়, তাদের এ বিষয়ক একটি প্রকাশনাকে বাধাগ্রস্ত করে ‘আই ডাবল এ এফ’ বলে পরিচিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন। ২০১১ সালে শত শত অ্যাথলিট একদল গবেষকের কাছে কার্যত স্বীকার করে নেয় যে তারা নিষিদ্ধ মাদক গ্রহণের মাধ্যমে খেলায় প্রতারণা করেছে।
সানডে টাইমসকে দেয়া এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি জানায়, ‘গবেষণাটি ছিল স্বাধীন এবং আই ডাবল এ এফের অনুমোদিত ছিল না এটি’। ‘জোরালো কোনও যুক্তি ছাড়া আই ডাবল এ এফ কর্তৃক একটি প্রকাশনাকে দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত করা মত প্রকাশের স্বাধীনতায় মারাত্মক হস্তক্ষেপের শামিল’। তবে আই ডাবল এ এফ বলছে, ওই গবেষণাটি প্রকাশের ব্যাপারে তাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন