মাদক সেবনে বাধা দেওয়ায় প্রতিবেশীর হামলায় গৃহবধূর গর্ভপাত
বাগেরহাটে মাদক সেবনে বাধা দেয়ায় প্রতিবেশীর হামলায় এক গৃহবধূর গর্ভপাতের অভিযোগ উঠেছে। হামলার শিকার গৃহবধূর নাম ডালিয়া। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নির্যাতিতা গৃহবধূ নিজেই বাদি হয়ে সদর থানায় আটজনকে আসামি করে মামলাটি করেন।
নির্যাতিতা ও তার স্বজনদের অভিযোগ, শহরের হাড়িখালি এলাকায় রিয়াজ মোর্শেদের বাড়ির সামনে নিষেধ করার সত্ত্বেও প্রায়ই দলবল নিয়ে মাদক সেবন করত প্রতিবেশী দুলাল ও তার লোকজন। শনিবার বিকেলে মাদক সেবনে বাধা দেয়ায় মোর্শেদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে দুলাল ও তার লোকজন। এক পর্যায়ে তারা মোর্শেদকে মারধর শুরু করে।
সে সময় স্বামীকে বাঁচাতে গেলে ডালিয়াকেও আঘাত করে তারা। এতে অসুস্থ হয়ে পড়েন দুই মাসের অন্তঃসত্ত্বা ডালিয়া। পরদিন তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে গর্ভপাত ঘটে তার।
এদিকে মামলা তুলে নিতে নানা রকম ভয়ভীতি দেখানোয় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। তবে পুলিশ বলছে দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দেশে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দের ঘটনায়বিস্তারিত পড়ুন
শপথ করছি, মাদক ছোঁব না
মাইকে ঘোষণা হলো ‘এখন মাদকের বিরুদ্ধে আমরা শপথ নেবো’। শপথবিস্তারিত পড়ুন
ক্ষতি বছরে ১ লাখ কোটি ডলারঃ ধুমপানের পিছনে
ধুমপানে প্রতি বছর বিশ্ব অর্থনীতির ক্ষতি হয় এক ট্রিলিয়ন বাবিস্তারিত পড়ুন