রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাদক সেবনে বাধা দেয়াতেই সালথার স্কুল শিক্ষক খুন

ফরিদপুর: বাড়ির সামনে মাদক সেবনে বাধা দেওয়ার কারণেই প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ উচ্চ-বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল মোল্যাকে। বৃহস্পতিবার বিকালে বাড়ির সামনেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ উঠেছে, লিটন প্রভাবশালী হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। বরং তার বাড়ি পাহাড়া দিচ্ছে।

এদিকে, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

নিহত দুলাল উপজেলার ভাওয়াল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত মোহাম্মাদ হোসেনের ছেলে। ওই শিক্ষকের পরিবারে চলছে শোকের মাতম।

নিহত স্কুল শিক্ষকের স্ত্রী নারগিস বেগম বলেন, আমাদের বাড়ির সামনে বসে প্রতিদিন মাদক সেবন করতো প্রতিবেশী মোকারম মোল্যার মাদকাসক্ত ছেলে লিটন মোল্যা ও তার সহযোগিরা। বাড়ির সামনে বসে মাদক সেবন করতে নিষেধ করতেন আমার স্বামী স্কুল শিক্ষক দুলাল মোল্যা। কিন্তু তার নিষেধ উপেক্ষা করে ওরা এখানেই বসে মাদক সেবন করতো। কিছুদিন পর আমার স্কুল পড়–য়া ছেলে সাইফুলকে ডেকে নিয়ে ওদের আসরে বসানোর চেষ্টা চালায়। বিষয়টি আমার স্বামী টের পেয়ে বৃহস্পতিবার বিকালে লিটনকে ধরে চড়-থাপ্পাড় মারে। এতে ক্ষিপ্ত হয় লিটন। বিকাল সাড়ে ৫ টার দিকে আমার স্বামী বাড়ি থেকে বের হলে ওৎ পেতে থাকা মাদকাসক্ত লিটন প্রকাশ্যে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, উপজেলার শ্রীপুর গ্রামের শিক্ষক দুলাল মোল্যা কোনো গ্রাম্য রাজনীতির সাথে জড়িত ছিলেন না। যে কারণে এলাকায় তার কোনো শত্রুও ছিলো না। অত্যন্ত সৎভাবে স্ত্রী নারগিস বেগম, দুই ছেলে সাইফুল মোল্যা ও মামনুন মোল্যা এবং দুই মেয়ে নুসরা আক্তার ও গালিবা আক্তারকে নিয়ে জীবন যাপন করেছিলেন তিনি। ছেলে-মেয়ের মধ্যে শিশু মামনুন ছাড়া সবাই স্কুলের শিক্ষার্থী।

স্থানীয় গ্রামবাসী জানান, লিটন গ্রামের বিভিন্ন স্থানে বসে মাদক গ্রহণ করতো। এর আগেও একাধিকবার অনেকে তাকে মাদকসেবনে বাধা দিলে লিটন হুমকি ধামকি এমনকি মারধরও করেছে। এরপর থেকে আরে কেউ ভয়ে আর লিটনকে কিছু বলেনি। বৃহস্পতিবার বিকালে লিটন স্কুল শিক্ষককের বাড়ির সামনে মাদক সেবন করার সময় স্কুল শিক্ষক দুলাল লিটনকে চড় মারলে ক্ষিপ্ত হয়ে লিটন তাকে কুপিয়ে হত্যা।

এদিকে অভিযোগ রয়েছে, সালথা উপজেলার বিভিন্ন স্থানে মাদকের জমজমাট ব্যাবসা চালিয়ে যাচ্ছে কতিপয় ব্যক্তি। কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

নিহতের চাচাতো ভাই বকুল মোল্যা বলেন, আমার ভাই দুলালকে যে লিটন নির্মমভাবে হত্যা করেছে, পুলিশ তার বাড়িই পাহারা দিচ্ছে। লিটন এধরনের নৃশংস ঘটনা ঘটিয়েও পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ লিটনকে আটক না করে বরং তার বাড়িতেই পুলিশি পাহারার ব্যবস্থা রেখেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, স্থানীয়ভাবে লিটন প্রভাবশালী হওয়ায় তার এহেন কর্মকা-ের বিরুদ্ধে কেউ কথা বলে না। তার বিরুদ্ধে কেউ কথা বললে কি ঘটতে পারে তাতো বুঝতেই পারছেন। দুলাল প্রতিবাদ করায় তাকে জীবন দিতে হলো। আমরা এই হত্যাকা-ের সুষ্ঠু বিচার চাই।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডি এম বেলায়েত হোসেন বলেন, এ পর্যন্ত কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি।

তিনি বলেন, লিটনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। তার বাড়িতে পুলিশ পাহারা দিচ্ছে এ অভিযোগ তিনি অস্বীকার করেন।

উল্লেখ্য, মাদক সেবনে বাধা দেওয়ায় বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার শ্রীপুর গ্রামের নিজ বাড়ীর সামনে জয়ঝাপ উচ্চ-বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল মোল্লাকে কুপিয়ে হত্যা করে স্থানীয় মাদকাসক্ত যুবক লিটন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দেশে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দের ঘটনায়বিস্তারিত পড়ুন

শপথ করছি, মাদক ছোঁব না

মাইকে ঘোষণা হলো ‘এখন মাদকের বিরুদ্ধে আমরা শপথ নেবো’। শপথবিস্তারিত পড়ুন

ক্ষতি বছরে ১ লাখ কোটি ডলারঃ ধুমপানের পিছনে

ধুমপানে প্রতি বছর বিশ্ব অর্থনীতির ক্ষতি হয় এক ট্রিলিয়ন বাবিস্তারিত পড়ুন

  • মাদকাসক্তদের জন্য যা করণীয়
  • টঙ্গীতে মাদকসহ মহিলা আ.লীগ নেত্রী আটক
  • মাদকের সয়লাবে বরগুনার পাথরঘাটা, বাড়ছে নানা অপরাধ প্রবনতা
  • ৩ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি
  • ধূমপান বন্ধ করতে চান?
  • তামাক পণ্যে সচিত্র সতর্ক বার্তা প্রশ্নে রুল জারি
  • ‘জনস্বাস্থ্য উন্নয়নে তামাকজাত দ্রব্যের ব্যবসায়ে লাইসেন্স প্রদাণের গুরুত্ব ও করনীয়’ শীর্ষক সংবাদ সম্মেলন
  • লক্ষ্মীপুরে মাদকাসক্ত পুত্রের বিরুদ্ধে পিতার অভিযোগ
  • কিডনি ও রক্ত বিক্রি করে নেশার টাকা দিতে মাকে মারধর
  • স্বাস্থ্য সতর্কবাণী দিচ্ছে না ৭৫ ভাগ তামাক কোম্পানি
  • মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা
  • বাজার দখলে মরিয়া জাপান টোব্যাকো