মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ৩৮ জন নিহত

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবাস্থাপনা বিভাগের শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
শুক্রবার ভোরে মাদাগাস্কারের জাতীয় সম্প্রচার মাধ্যমে দুর্যোগ ব্যবাস্থাপনা বিভাগের প্রধান নির্বাহী থিয়েরি ভেন্টি বলেছেন, ‘প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়টি নিস্তেজ হয়ে গেছে।’
তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে সারা দেশে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ভূমিধসের কারণে এক পরিবারের সব সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ের সঙ্গে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করায় প্রায় ১ লাখ ৫৩ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী আনটানারিভোতেই ৩২ হাজারের বেশি লোক ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার ঘূর্ণিঝড় এনাউ মাদাগাস্কারের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানে। প্রচণ্ড ঝড়ে ২ লাখ ৩০ হাজার লোক বসবাসকারী জেলা আনতালাহার রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে এবং জেলার সঙ্গে সার্বিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। দাতব্য সংস্থা রেডক্রস জানিয়েছে, ২০১২ সালের পর এটি ছিল সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। প্রায় সাত লাখ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন