মাদারীপুরের শিমুলতলা গ্রামে নকল বোমা উদ্ধার !

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রামন্ধী(শিমুলতলা) গ্রামের তুজাই হাওলাদারের বাড়ীর পাকের ঘরের পাশ থেকে শনিবার সকালে নকল বোমা উদ্দার করেছে পুলিশ।এলাকাবাশী ও পুলিশ সুত্রে যানা যায় মৃত তুজাই হাওলাদারের বাড়ীতে তার দুই মেয়ে এক ছেলের বউ থাকে। পুর্ব শত্রুতার জেরে ফাসানোর জন্য কস্টেপ দিয়ে কৌটা প্যাচিয়ে বোমার মত বানিয়ে গভীর রাতে কে বা কারা রেখে দেয়।
এবং সকালে পুলিশকে খবর দেয় যাহাতে পুলিশ এসে হয়রানি করে। খবর পেয়ে সদর থানার এস আই মোঃ মাহাতাব সংঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে প্রাথমিক ভাবে পরিক্ষা করে দেখা যায় এটা বোমা নয় শুধু কস্টেপ দিয়ে প্যাচানো।
এ বিষয় মাদারীপুর সদর মডেল থানার এস আই মোঃ মাহাতাব এর যানতে চাইলে তিনি বলেন যে বোমার খবর পেয়ে উদ্ধার জন্য গিয়েছিলাম সেটা আসল বোমা নয় নকল বোমা ছিল, প্রতিপক্ষকে ফাসাতে তারা নিজেরা করতে পারে অথবা তাদেরকে ফাসাতে তার প্রতিপক্ষরা করতে পারে। তবে এখনও কারা এই ঘটনা ঘটিয়েছে কেন করেছে কারন যানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন