মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী শুভ্র দেব
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেব মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। সাবেক প্রধান বিচারপতি এবং পশ্চিমবঙ্গের গভর্নর শ্যামল সেনের কাছ থেকে গতকাল রোববার রাতে কলকাতায় পুরস্কার গ্রহণ করেন তিনি।
শুভ্র দেব এখন কলকাতায় আছেন, ঢাকায় ফিরবেন আগামীকাল মঙ্গলবার।
কলকাতা থেকে মুঠোফোনে আজ দুপুরে শুভ্র দেব বলেন, ‘আমি হয়তো অনেক কাজ করেছি এবং সেই কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিকভাবে পুরস্কারও পেলাম। পুরস্কার পেয়ে নিঃসন্দেহে খুব ভালো লাগছে। ’
শুভ্র দেব আরো বলেন, ‘শ্যামল সেনের কাছ থেকে পুরস্কার নেওয়াটাও অনেক সৌভাগ্যের বলে আমি মনে করছি; সম্মানবোধ করছি। আমার ভক্তদের অনেক ধন্যবাদ। তাঁদের ভালোবাসায় আমি আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছি। ’
১৯৭৮ সালে বিটিভির নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেয়েছেন শুভ্র দেব। এরপর ১৯৮০ সালের মাঝামাঝি সময়ে সংগীত নিয়ে ক্যারিয়ার শুরু করেন গুণী এই সংগীতশিল্পী। ১৯৮৪ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’। এরই মধ্যে ২৬তম অ্যালবাম প্রকাশ করেছেন শুভ্র দেব। তাঁর উল্লেখযোগ্য গানের অ্যালবামের শিরোনাম হলো ‘শেষ চিঠি’, ‘কোন এক সন্ধ্যায়’, ‘স্বার্থপর’, ‘আমার ভালোবাসা’, ‘প্রিয়জন’, ‘স্বপ্নলোকে তুমি’, ‘ললিতা’ ও ‘মনের ঠিকানা’।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন