মাদ্রাসাতে যেন জঙ্গি তৈরি না হতে পারে সেই জন্য সজাগ থাকতে হবে

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একে এম ছায়েফ উল্লাহ বলেছেন, দেশের কোনো মাদ্রাসাতেই যেন জঙ্গি তৈরি বা সংগঠিত না হতে পারে সেই জন্য সকলকে সজাগ থাকতে হবে। এ সময় তিনি মাদ্রাসা শিক্ষকদের জঙ্গি চিহ্নিত করে আইনে সোপর্দ করার তাগিদও দেন । আজ শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ বাজারে অবস্থিত আফতাব উদ্দিন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা পরিদর্শনের পর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার জন্য বর্তমান সরকার কাজ করে চলেছে। শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ভিত্তিক পাঠদান চালু করে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির আওতায় আনতে হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়াতুল মোর্দারেছীনের মহাসচিব মাওলানা সাব্বির হোসেন মোমতাজী, ময়মনসসিংহ জেলা জমিয়াতুল মোর্দারেছীনের সভাপতি ড. ইদ্রিস আলী খান, মাদ্রাসা বের্ডের সহকারী পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন, মাদ্রাসার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাওলানা আফতাব উদ্দিন রাজাপুরি ও গাজীপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রজ্জাক জেহাদীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আফতাব উদ্দিন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা পরিদর্শন করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন