মাদ্রাসা ছাত্রীর ঠোঁটে কামড় দিয়ে রক্তাক্ত করল যশোরের কলেজ ছাত্র

যশোরের চৌগাছায় জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জেডিসি) দিতে আসা এক ছাত্রীর ঠোঁটে কামড় দিয়ে রক্তাক্ত জখম করেছে এক কলেজছাত্র। চৌগাছা কামিল মাদ্রাসা কেন্দ্রে মঙ্গলবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে কলেজছাত্র সাগর হোসেন মেয়েটিকে কামড় দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চৌগাছা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির কলেজছাত্র শিহাব উদ্দিনকে আটক করেছে পুলিশ। তবে সাগর হোসেন ও তার সহযোগী আলামিন হোসেন পালিয়ে যায়।
চৌগাছার মাকাপুর দাখিল মাদ্রাসার সুপার তরিকুল ইসলাম জানান, সকাল নয়টার দিকে আমার মাদ্রাসার ছাত্রী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য চৌগাছা কামিল মাদ্রাসা কেন্দ্রে অবস্থান করছিল। এ সময় নারায়ণপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে কলেজছাত্র সাগর হোসেন মেয়েটিকে জাপটে ধরে ঠোঁটে কামড় দিয়ে পালিয়ে যায়।
পরীক্ষার্থীর চিৎকারে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সাগরের সহযোগী শিহাব উদ্দিনকে আটক করলেও সাগর হোসেন ও আলামীন হোসেন পালিয়ে যায়।
সুপার আরো জানান, মেয়েটি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। সে পরীক্ষায়ও অংশগ্রহণ করেছে। তবে মামলার বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি।
এদিকে আটক শিহাব উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, সে নয়, মেয়েটিকে কামড়ে দিয়েছে তার বন্ধু সাগর।
চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই দেবাশীষ জানান, আটক ছেলেটি এখন থানা হাজতে রয়েছে। কলেজ থেকে তার শিক্ষকরা এসেছিলেন। তারা সবকিছু শুনেছেন। ছেলেটির বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে এটা এখন বলা যাচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন