মাদ্রাসা ছাত্র নিয়ে গুপ্তচরবৃত্তি, তোপের মুখে আলেম হাফিজ
মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মান সরকারের কাছ থেকে গোপন তহবিল নিয়ে মাদ্রাসা ছাত্রদের ওপর ব্যাপকহারে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ উঠেছে পাকিস্তানের একজন উদারপন্থী আলেমের বিরুদ্ধে।
ওই আলেমের নাম হাফিজ তাহির মাহমুদ আশরাফি। তিনি পাকিস্তানের দেওবন্দি বেরলভি, শিয়া এবং আহলে হাদীস সম্প্রদায়ের শীর্ষস্থানীয় আলেমদের সংগঠন ‘পাকিস্তান কেন্দ্রীয় উলামা কাউন্সিলের (পিইউসি) চেয়ারম্যান।
গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠায় পাকিস্তানের আলেমদের তোপের মুখে পড়েছেন ‘লিবারেল মাওলানা’ খ্যাত এ আলেম।
গত সপ্তাহে ফয়সালাবাদের দেওবন্দি মাদ্রাসা জামিয়া কাসেমিয়ায় অনুষ্ঠিত পিইউসির এক শুরা বৈঠক সংগঠনটির চেয়ারম্যান পদ থেকে আশরাফিকে বহিষ্কার করা হয়েছে। খবর ডনের।
ওই শুরা বৈঠকে পাঁচশ’ আলেম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা এক বিবৃতিতে বলেন, আশরাফিকে পিইউসির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। শাহেবজাদা জাহিদ মাহমুদ কাসমীকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
লাহোরের জামিয়া আশরাফিয়ার সাবেক ছাত্র মাওলানা আশরাফি পাঞ্জাব ইউনিভার্সিটি থেকেও উচ্চশিক্ষা গ্রহণ করেছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করে আশরাফি বলেছেন, ‘আমি আমেরিকান ও জার্মানির কোনো সংস্থা বা কোনো বিদেশী সরকারের কাছ থেকে অর্থ গ্রহণ করিনি।’
তিনি বলেন, মার্কিনীরা আমার কাছে পাকিস্তানে শান্তি কমিটি গঠন করার পরিকল্পনার কথা বলেছিল। তারা চেয়েছিল আমি যেন বিভিন্ন ইস্যুতে তাদের পরামর্শ দেই। তবে মতভিন্নতার কারণে এই পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়া যায়নি।
আশরাফি তাকে পিইউসির চেয়ারম্যান পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে অবৈধ বলে দাবি করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন