মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায়, এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে হেফজ বিভাগের শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় শিশুটি, জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, এ ঘটনায় মামলা দায়ের হলেও এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত শিক্ষক। তবে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানালো পুলিশ।
গত ১৮ জানুয়ারি ভয়-ভীতি দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তল সুহিলপুর উলুমে শরীয়াহ হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে একটি নির্জন কক্ষে ডেকে নেয় শিক্ষক খালিদ সাইফুল্লাহ। স্বজনদের অভিযোগ, এ সময় ওই শিক্ষার্থীর ওপর পাশবিক নির্যাতন চালায় সে।
বিষয়টি ধামাচাপা দিতে শিশুকে আটকে রাখে মাদ্রাসার অধ্যক্ষ। ঘটনার চারদিন পর, মাদ্রাসা থেকে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে গেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, শিশুটিকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ঘটনায়, গত ২৩ জানুয়ারি সংশ্লিষ্ট থানায় একটি মামলা করে নির্যাতিত শিশুর পরিবার। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত শিক্ষক।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন