মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে সাকিব, তামিমের পরিবার..!!

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে যান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও টেস্ট দলের সহ অধিনায়ক তামিম ইকবাল। নাতির জন্ম বার্ষিকীতে প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠান করেন গণভবনে, এবং জাতীয় পর্যায়ের সাকিব, তামিম ও সহ আরও অনেকেই এতে উপস্থিত হোন।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং কন্যা আলাইনা হাসান অব্রি কে সাথে নিয়ে অনুষ্ঠানে যান। অন্যদিকে দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল কেও তার স্ত্রী আয়শা সিদ্দিকা এবং পুত্র আরহাম ইকবালের সাথে অনুষ্ঠানে উপস্থিত দেখা জায়।
আওয়ামীলীগের মাননীয় সভাপতি অনুষ্ঠানে তামিম ও সাকিবের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান, এমন কি তাদের কে কোলে নিয়ে ছবি তুলতেও দেখা যায় জাতির জনকের কন্যাকে। অনুষ্ঠান শেষে সাকিব পত্নি উম্মে আহমেদ শিশির আজকের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এবং বলেন, ”প্রধানমন্ত্রীর নিমন্ত্রন পেয়ে খুব খুশি এবং আলাইনাও তার সানিদ্ধ উপভোগ করেছে। আল হামদুলিল্লাহ দারুন কিছু সময় কাটল। ”
এদিকে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবালও তার পরিবারের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। তিনি বলেন, ” প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পেরে খুব সম্মানিত বোধ করছি। বেশ কিছু ভাল মুহূর্ত কাটালাম তার নাতির জন্মদিনে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন