মাননীয় প্রধানমন্ত্রীর সফরের ফলঃ মুক্তিযোদ্ধারাদের জন্য সুখবর !
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া ঘোষণা অনুযায়ী আজ বুধবার (২৬ এপ্রিল) থেকে ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসা পাচ্ছেন মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত ৮ এপ্রিল শনিবার বিকেলে মানেকশ কনভেনশন সেন্টারে নরেন্দ্র মোদির ওই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (২৫ এপ্রিল) ভারতীয় হাইকমিশন এই তথ্য জানালো।
মোদির ওই ঘোষণায় তিনি বলেছিলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া জাতির শ্রেষ্ঠ সন্তান ১০ হাজার মুক্তিযোদ্ধাকে পাঁচ বছরের জন্য মাল্টিপল ভিসা দেবে ভারত। একই সঙ্গে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ফ্রি চিকিৎসাসেবা দেয়ারও ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ বছরের ভ্রমণ ভিসা পেতে ইচ্ছুক মুক্তিযোদ্ধারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন।
যেভাবে জমা দেবেন আবেদনপত্র
ঢাকার গুলশান ভিসা আবেদন কেন্দ্র এবং ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, যশোর, ময়মনসিংহ ও রংপুর আইভিএসিতে সরাসরি জমা দিতে পারবেন। মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণপত্র ভিসার আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন